বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জামায়াতকর্মী সন্দেহে রাজশাহীতে নারী চিকিৎসক আটক

  • প্রতিবেদক, রাজশাহী   
  • ৩ নভেম্বর, ২০২৩ ২৩:৩২

পুলিশের বক্তব্য, ‘ডা. ফাতেমা সিদ্দিকাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। জামায়াতকে তিনি আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন।’

রাজশাহীর স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফাতেমা সিদ্দিকাকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে রাজশাহী নগরীর বড়বনগ্রাম এলাকার নিজ বাড়ি থেকে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

ফাতেমা সিদ্দিকার বাড়িতে জামায়াত নেতা-কর্মীরা গোপন বৈঠক করছে- এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায় বলে সূত্র জানিয়েছে। তবে, অভিযানে ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে পুলিশের বক্তব্য, ‘ডা. ফাতেমা সিদ্দিকাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। জামায়াতকে তিনি আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন।’

রাজশাহী নগরীর লক্ষ্মীপুরে মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার নামে একটি হাসপাতাল রয়েছে ডা. ফাতেমা সিদ্দিকার। রাজশাহীতে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে নামডাক রয়েছে তার।

শুক্রবার বিকেল ৫টার দিকে রাজশাহী মহানগর ডিবি পুলিশ ও শাহ মখদুম থানা পুলিশের একটি দল ফাতেমা সিদ্দিকার বাড়িতে যায়। পরে পুলিশের গাড়িতে করে তাকে থানায় নেয়া হয়।

অভিযানের অংশ নেয়া পুলিশ কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে চাননি।

এ বিষয়ে আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, ‘ডা. ফাতেমা সিদ্দিকাকে আটক করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়েছে।’

এ বিভাগের আরো খবর