চট্টগ্রামে ভোটার বেড়েছে ৬ লাখ ৬৩ হাজার ৪৯৯ জন। এর ফলে এ জেলায় মোট ভোটার সংখ্যা ৬৩ লাখ ৯৬৪ জন। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৭৯ হাজার ৬২ জন এবং নারী ভোটার ৩০ লাখ ২১ হাজার ৯০২ জন।
এবার পুরুষ ভোটার বেড়েছে ৩ লাখ ৬৬ হাজার ৯৮৭ জন এবং নারী ভোটার বেড়েছে ২ লাখ ৯৬ হাজার ৫১২ জন।
চট্টগ্রাম নগর ও আশপাশে ৬টি এবং জেলায় ১০টি সংসদীয় আসন রয়েছে। নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকায় ১৬ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ২০২২টি এবং বুথের সংখ্যা ১৩ হাজার ৭৪১টি। চট্টগ্রামে মোট আসন সংখ্যা ১৬টি।
আসনভিত্তিক ভোটার সংখ্যা
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৩শ জন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৫২ হাজার ২৭ জন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৭৮৪ জন, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৮৯৬ জন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ২৪ জন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৫৬২ জন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৬৪৭ জন, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১২৮জন, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৯৩৪ জন, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৭০৫জন, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ১০ হাজার ৫০৩ জন, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ৮১৫ জন, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫৫ হাজার ৩২ জন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৮৭ হাজার ২১ জন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ১২৮ জন এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৭ হাজার ৪৫৮ জন।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। সংসদীয় আসনগুলোর ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। শনিবার আসবে প্রার্থীদের মনোনয়ন ফরমসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী। এর আগে নির্বাচন কমিশন থেকে ৫ হাজার স্বচ্ছ ব্যালট বক্স এসেছে।’