লিবিয়ায় অস্ত্রধারীর গুলিতে প্রবাসী বাংলাদেশী এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম জগদীশ চন্দ্র দাস। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুরের দিকে লিবিয়ার সাফা এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়।
শুক্রবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আলম রিগান।
৩৬ বছর বয়সী জগদীশ নোয়াখালী সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের সাহাজীরহাট দাস পাড়ার গোকুল চন্দ্র দাসের ছেলে।
নিহতের বাবা গোকুল চন্দ্র দাস জানান, জগদীশ ছয় বছর আগে জীবিকার তাগিদে লিবিয়ার সাফা এলাকায় পাড়ি জমান। এক সন্তানের জনক তিনি। সেখানে নার্সারিতে সবজি ও বিভিন্ন ফল-ফুলের গাছ চাষ করতেন তিনি। কয়েকদিন আগে মালিকের ভাতিজার ছাগলের পাল জগদীশের নার্সারির প্রচুর গাছ নষ্ট করে। এ নিয়ে মালিকের ভাতিজাকে তিনি একাধিকবার অভিযোগ করেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালের দিকে মালিকের ভাতিজা তার কয়েকটি ছাগল খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ করেন। পরে দুপুরে জগদীশ খেতে বসলে ওই ব্যক্তি হঠাৎ এসে তাকে গুলি করে হত্যা করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় লিবিয়ায় থাকা জগদীশের ছোট ভাই সন্তোষ মুঠোফোনে দাদার মৃত্যুর বিষয়টি পরিবারকে জানান।
সেনবাগ থানার ওসি নাজিম উদ্দীন বলেন, ‘বিষয়টি শুনেছি। বিস্তারিত খোঁজ নিয়ে জানব।’