বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দলের প্রতি অভিমানে নিজ গাড়িতে আগুন ‘স্বেচ্ছাসেবক লীগ’ নেতার

  • প্রতিনিধি, গাজীপুর   
  • ৩ নভেম্বর, ২০২৩ ১৮:৩৬

কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক স্বপন সরকার বলেন, ‘মুঈন দেওয়ান আমাদের কমিটির কেউ নন। তবে কে কার গাড়ি কি কারণে পুড়িয়েছে, এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। আমাদের বিব্রত করার জন্যই সে ওই ঘটনা ঘটিয়েছে।’

গাজীপুরের কালিয়াকৈরে নিজ দলের নেতা-কর্মীদের ওপর ‘অভিমান করে’ প্রতিবাদ হিসেবে নিজের গাড়িতে আগুন দিয়েছেন এক স্বেচ্ছাসেবক লীগ নেতা।

উপজেলার সূত্রাপুর ইউনিয়নের বগাবাড়ির চকের একটি খালি স্থানে শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটান তিনি।

নিজ গাড়িতে আগুন দেয়া ৩২ বছর বয়সী মুঈন দেওয়ান কালিয়াকৈর উপজেলার বোডঘর কাঞ্চানপুর এলাকার বাসিন্দা এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। রাজনীতির পাশাপাশি তিনি গাজীপুরের চন্দ্রা এলাকার মুঈন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক।

নিজ গাড়িতে আগুন দেয়ার বিষয়টি নিউজবাংলার কাছে স্বীকার করেছেন মুঈন দেওয়ান।

তিনি জানান, গত মঙ্গলবার বেতন বৃদ্ধির দাবিতে টানা আন্দোলনে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় উত্তেজিত পোশাক শ্রমিকরা। ওইদিনই ছিল বিএনপি-জামায়াতের অবরোধের প্রথম দিন। সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় অবরোধকারীরা তার ওপর হামলা চালায়। এ সময় তার ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়েছে।

মুঈন দেওয়ান দাবি করেন, বিক্ষুব্ধ শ্রমিকদের আড়ালে এ তাণ্ডব চালায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। কিন্তু তিনি ওই হামলা ও গাড়ি ভাঙচুরের কোনো প্রতিকার পাননি।

মুঈন দেওয়ান বলেন, ‘২০০৯ সাল থেকে ছাত্রলীগ করে আসছি। বর্তমানে আমি কালিয়াকৈর পৌর সেচ্ছাসেবকলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে আছি। কিন্তু বিএনপি-জামায়াতের অবরোধের প্রথম দিনে আমার ওপর হামলা ও আমার গাড়ি ভাংচুর করা হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও আমি আহত হয়েছি। অথচ তিনদিন পার হয়ে গেলেও দলীয় নেতা-কর্মীরা আমার কোনো খবর নেয়নি। এর প্রতিবাদ হিসেবে আমি নিজের গাড়ি পুড়িয়ে দিয়েছি। তবে কারও প্রতি আমার কোনো অভিযোগ নেই।’

এ বিষয়ে কালিয়াকৈর পৌর সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক স্বপন সরকার বলেন, ‘মুঈন দেওয়ান আমাদের কমিটির কেউ নন। তবে কে কার গাড়ি কি কারণে পুড়িয়েছে, এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। আমাদের বিব্রত করার জন্যই সে ওই ঘটনা ঘটিয়েছে।’

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, ‘বিষয়টি লোকমুখে শুনেছি। এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ পাইনি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিভাগের আরো খবর