চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু ও একজন গুরুতর আহত হয়েছেন।
উপজেলার ফৌজদারহাট বাংলাবাজার বাইপাস এলাকায় শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার ৫০ বছর বয়সী মো. মনির ও বগুাড়ার শাহাজানপুর থানার ৪০ বছর বয়সী মোহাম্মদ জিয়াউর রহমান। এই ঘটনায় গুরুতর আহত হন সিএনজি অটোরিকশা চালক কালো শাহ মাজার এলাকার বাসিন্দা ৩২ বছর বয়সী মো. শহীদ।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মাসুদ রানা বলেন, ‘একটি কাভার্ড ভ্যান বায়েজিদের দিক থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দিকে যাওয়ার পথে বাংলাবাজার বাইপাস এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।’
নিহত দুজনের মরদেহ চমেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক।