ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচন ৫ নভেম্বর (রোববার)।
ভোটের মাঠে লড়াই করবে দলীয় ও স্বতন্ত্রসহ পাঁচ প্রার্থী, তবে আসনজুড়ে আওয়ামী লীগের শাহজাহান সাজু, স্বতন্ত্রের সাবেক সাংসদ জিয়াউল হক মৃধা ও জাতীয় পার্টির আবদুল হামিদ ভাসানীসহ এ তিনজনকে নিয়ে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনার কথা জানান সমর্থকরা।
তবে সেই ভয়ে মাঠ ছাড়েননি জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল ও ন্যাশনাল পিপলস পার্টির রাজ্জাক।
প্রতীক বরাদ্দের আগে থেকেই প্রার্থীদের প্রচার-প্রচারণার জন্য উৎসব আমেজ বিরাজ করছিল সরাইল-আশুগঞ্জ নির্বাচনী এলাকায়।
সমর্থকদের ভাষ্য, শাহজাহান সাজু নৌকার প্রার্থী হলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের হেভিওয়েট প্রার্থী হিসেবে দেখছেন দুবারের সাবেক সংসদ সদস্য স্বতন্ত্রে দাঁড়ানো কলার ছড়ি মার্কার জিয়াউল হক মৃধাকে।
আবার জাতীয় পার্টির আবদুল হমিদ ভাসানীও ভোটের মাঠে গর্জন দিয়ে উঠতে পারে বলে সমর্থকদের ধারণা।
শুধু তাই নয়, যেহেতু পূর্বে এই আসনে সংসদ সদস্য ছিলেন, তাই ভোটারদের বেশি সমর্থন পাচ্ছেন বলে দাবি এই সাবেক সাংসদ জিয়াউল হক মৃধার। জয় নিয়ে তিনি বেশ আশাবাদী।
অপরদিকে নৌকার জয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. শাহজাহান আলম সাজু।
তিনি বলেন, ‘নির্বাচনে ভোটারদের ভোট দেয়ার উৎসাহ রয়েছে। নৌকা জনগণের মার্কা। তাই জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’
জাতীয় পার্টি লাঙ্গল মার্কার প্রার্থী আবদুল হামিদ ভাসানীও নির্বাচনে ভোটারদের কাছ থেকে আশানুরূপ সাড়া পাচ্ছেন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণই তার কামনা।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, দুই উপজেলায় ১৭টি ইউনিয়নের মধ্যে সরাইল উপজেলায় রয়েছে ৯ ইউনিয়ন ও আশুগঞ্জ উপজেলায় রয়েছে ৮ ইউনিয়ন। ব্রাহ্মনবাড়িয়া-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭০ হাজার ১২৩ জন।
এর মধ্যে সরাইল উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ১৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৩৬৮। মহিলা ভোটার ১ লাখ ১২ হাজার ৭৮৫।
আশুগঞ্জ উপজেলা ভোটার সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৯৭০ জন। পুরুষ ভোটার ৬৯ হাজার ২৬৯ ও মহিলা ৬৩ হাজার ৭০১।
এদিকে নির্বাচনী হলফনামার সূত্রে জানা যায়, সম্পদে এগিয়ে আছেন জাতীয় পার্টির টানা দুবারের সাবেক সংসদ সদস্য ও এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা। আর বার্ষিক আয়ে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান আলম।
শাহজাহান আলমের বার্ষিক আয় ১১ লাখ ২৩ হাজার ১১৬ টাকা। তার নিজ নামে ১২ লাখ ৬৪ হাজার ২৬২ টাকা এবং স্ত্রীর নামে ১৫ লাখ ৫৫ হাজার ৩৩২ টাকার অস্থাবর সম্পত্তি আছে।
আর জিয়াউল হক মৃধার বর্তমানে স্থাবর সম্পত্তির মধ্যে নিজ নামে সরাইল ও রাজউকের পূর্বাচলের নিউটাউনে ৬৩ লাখ ২৫ হাজার ৫৭৯ টাকার সম্পত্তি, স্ত্রীর নামে ১৬৩ শতক জমি ও যৌথ মালিকানায় ৯ একর ৫০ শতক জমি আছে।
জাতীয় পার্টির আবদুল হামিদ ভাসানীর কৃষি ও অন্যান্য খাত থেকে তার বার্ষিক আয় ৫ লাখ হাজার ৯৬ হাজার ২০০ টাকা বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন।
উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। কোথাও কোনো আইনশৃঙ্খলার ব্যত্যয় ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
গত ৩০ সেপ্টেম্বর মারা যান সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূইঁয়া। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আসনটিতে ৫ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।