জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফি নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বাহিনীর মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, উত্তরা (পশ্চিম) থানায় করা আত্মহত্যার প্ররোচনার মামলায় জিয়াউদ্দিন ওরফে রুফিকে গ্রেপ্তার করেছে র্যাব।
রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরে নিজ বাসায় ফ্যানের হ্যাঙ্গারে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় বৃহস্পতিবার বিকেলে উদ্ধার করা হয় হুমায়রা হিমুকে। সেখান থেকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
উত্তরার সিনিয়র সহকারী কমিশনার জ্যোতির্ময় সাহা নিউজবাংলাকে বৃহস্পতিবার বলেন, ‘সুরতহাল ও পরিবারের বক্তব্যে প্রাথমিকভাবে জানা যায়, হুমায়রা হিমু আত্মহত্যা করেছেন। সুরতহাল শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
পরিবারের বরাতে তিনি বলেন, ‘পুলিশ হাসপাতালে গিয়ে লাশ পেয়েছে। এই অভিনেত্রীর পরিবার জানিয়েছে, ফ্যান লাগানোর হ্যাঙ্গারে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় হিমুকে পাওয়া যায়। পরে মেকআপ আর্টিস্ট মিহির (যাকে হিমু ভাই ডাকতেন) ও প্রেমিক রুফি উত্তরার আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তখন তিনি জানান, এ ঘটনায় হুমায়রা হিমুর কথিত বয়ফ্রেন্ড রুফিকে খুঁজছে পুলিশ। তিনি হাসপাতালে হিমুকে রেখে পালিয়েছেন।