রাজধানীর উপকণ্ঠ সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে সম্প্রতি বাসে অগ্নিসংযোগসহ একাধিক নাশকতা মামলার আসামি বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর হাতিরঝিল মধুবাগ এলাকার ভাড়া বাসা থেকে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।
গ্রেপ্তার রকি দেওয়ান ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও তার বড় ভাই সোলায়মান দেওয়ান আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ‘রকি দেওয়ানের বিরুদ্ধে অন্তত সাতটি নাশকতার মামলা রয়েছে। এর মধ্যে সম্প্রতি আশুলিয়ার নিরিবিলি এলাকায় চলন্ত বাসে অগ্নিসংযোগ অন্যতম। এ ছাড়া তার বড় ভাই সোলায়মান দেওয়ানের বিরুদ্ধেও একাধিক নাশকতার মামলা রয়েছে।’
এতদিন তারা রাজধানীর হাতিরঝিল মধুবাগ এলাকায় বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে ছিল। শুক্রবার তাদের ঢাকায় আদালতে পাঠানোর কথা রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।