গাইবান্ধার ফুলছড়িতে মাদ্রাসার মাঠ থেকে আটটি ককটেল, ছয়টি পেট্রলবোমা, বেশ কিছু বাঁশের লাঠি ও ইটের টুকরা উদ্ধার করা হয়েছে।
উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের খবিরিয়া আলিম মাদ্রাসার মাঠ থেকে বুধবার রাত ১১টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
নাশকতার উদ্দেশ্যে এসব সামগ্রী মজুত করা হয়েছিল বলে ধারণা করছে ফুলছড়ি থানা পুলিশ।
উদ্ধারের বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করে ফুলছড়ি থানার ওসি রজব আলী জানান, খবিরিয়া আলিম মাদ্রাসার মাঠে কিছু বিস্ফোরক জাতীয় বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে।
তিনি জানান, ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যগুলো মাদ্রাসার মাঠে রেখে যায় দুর্বৃত্তরা। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।