বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা তিন দিনের সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন বুধবার গাড়ি ভাঙচুরের ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদলের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর এলাকায় বেলা ১১টার দিকে অবরোধের সমর্থনে গাড়ি ভাঙচুর করেন কয়েকজন। ওই সময় আটক তিনজন হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার ছাত্রদল নেতা মো. আশিকুর রহমান, মোজাম্মেল আখন্দ তানিম ও রহমতউল্লাহ।
দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় পিকেটিং করার সময় আতিক রুবেল নামে একজন ও চৌদ্দগ্রাম থেকে আরেকজনকে আটক করা হয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান জানান, অবরোধের সমর্থনে গাড়ি ভাঙচুরের সময় পুলিশ হাতেনাতে ছাত্রদলের পাঁচজনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।