বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুমিল্লায় ছাত্রদল নেতা আটক

  • প্রতিনিধি, কুমিল্লা    
  • ১ নভেম্বর, ২০২৩ ১৪:১৬

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. আলমগীর ভূঁইয়া বলেন, ‘অবরোধের দ্বিতীয় দিন মহাসড়কের সেন্ট্রাল হসপিটালের কাছে কয়েকজন পিকেটিং করছিল। তারা ঢিল ছুড়ে গাড়ি ভাঙচুর করছিল। তাদের ছোড়া ঢিলে অন্তত তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকেটাররা দৌড়ে পালাতে চেষ্টা করে। এ সময় আতিক রুবেল মাটিতে পড়ে যান। পরে তাকে আমরা আটক করে থানায় নিয়ে আসি। তার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা টানা তিন দিন অবরোধের দ্বিতীয় দিনে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।

আটক আতিক রুবেল মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারি আবু সমর্থিত মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ছিলেন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. আলমগীর ভূঁইয়া বলেন, ‘অবরোধের দ্বিতীয় দিন মহাসড়কের সেন্ট্রাল হসপিটালের কাছে কয়েকজন পিকেটিং করছিল। তারা ঢিল ছুড়ে গাড়ি ভাঙচুর করছিল। তাদের ছোড়া ঢিলে অন্তত তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকেটাররা দৌড়ে পালাতে চেষ্টা করে। এ সময় আতিক রুবেল মাটিতে পড়ে যান। পরে তাকে আমরা আটক করে থানায় নিয়ে আসি। তার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

এ বিভাগের আরো খবর