বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা টানা তিন দিনের অবরোধের প্রথম দিন মঙ্গলবার রাতে বরিশাল মহানগরের বরিশাল-ঢাকা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন সাতমাইল এলাকায় মঙ্গলবার রাতে অবরোধের সমর্থনে এ বিক্ষোভ করা হয়।
স্থানীয়রা জানান, জেলা ছাত্রদলের নেতারা মঙ্গলবার রাতে মহাসড়কের পাশেই থাকা গাছের গুঁড়ি মহাসড়কের ওপর ফেলে রাস্তা অবরোধ করেন। তখন তারা সড়কের ওপর আগুন জ্বালিয়ে অবরোধের পক্ষে স্লোগান দেন।
স্থানীয়দের ভাষ্য, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকালে জেলা ছাত্রদল নেতা সবুজ আকন, তার সহযোগী রনি, মুন্নাসহ পাঁচ থেকে সাতজন ছিলেন। আধা ঘণ্টা ধরে চলা ওই কর্মসূচির একপর্যায়ে থানা পুলিশের সদস্যরা এলে সবাই ঘটনাস্থল ছাড়েন, তবে এ বিষয়ে ছাত্রদল বা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
যদিও পুলিশ বলছে, অল্প কিছু সময়ের মধ্যেই খবরটি তারা পেয়ে ঘটনাস্থলে যায় এবং সড়কের প্রতিবন্ধকতা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ‘পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সবাই পালিয়ে যাওয়ায় ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। আর মুহূর্তের মধ্যে পুলিশ পৌঁছানোয় কোনো যানবাহনেরও ক্ষতি সাধন করতে পারেনি।’