বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের উল্লাস, ভিডিও ভাইরাল

  • প্রতিবেদক,রাজশাহী   
  • ৩১ অক্টোবর, ২০২৩ ২২:১৩

ভিডিওটিতে দেখা যায়, চাইনিজ কুড়াল, ধারলো ছুরি, রাম-দা ও অন্য দেশী অস্ত্র নিয়ে কিছু কিশোর নাচানাচি করছে। সঙ্গে বাজছে ঢাকের শব্দ। তাদেরই একজনকে ভিডিওতে বলতে শোনা যাচ্ছে ‘ঐ মেরে দিস না রে বাপ।’

রাজশাহীর রাস্তায় প্রকাশ্যে অস্ত্র হাতে কিশোর গ্যাং সদস্যদের নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ১৭ সেকেন্ডের ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

ভিডিওটিতে দেখা যায়, চাইনিজ কুড়াল, ধারলো ছুরি, রাম-দা ও অন্য দেশী অস্ত্র নিয়ে কিছু কিশোর নাচানাচি করছে। সঙ্গে বাজছে ঢাকের শব্দ। তাদেরই একজনকে ভিডিওতে বলতে শোনা যাচ্ছে ‘ঐ মেরে দিস না রে বাপ।’

মঙ্গলবার হঠাৎ অস্ত্র হাতে কিশোর গ্যাং সদস্যদের উল্লাসের এ ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভিডিওটি রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার গাংপাড়া এলাকায় ধারণ করা। গাংপাড়া ও মালদা কলোনীর কিছু কিশোর এই ভিডিও করে।

ভিডিও ছড়িয়ে পাড়ার পর অনেকেই রাজশাহীর বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আনোয়ার হোসেন আনাস লিখেছেন, ‘আমি তো হতবাক!!! শাহমখদুম থানা তো নিকটেই....এই দু:সাহস কিভাবে হয়? কিশোর গ্যাংদের লিডার কে??’

মোহাম্মদ এইচ এস নামের আরেকজন লিখেছেন, ‘রাজশাহীর আইনশৃঙ্খলা বাহিনী কি ঘুমিয়ে আছে? এই সকল গ্যাং সকল অপকর্ম করে।’

এ বিষয়ে কথা বলতে রাজশাহীর শাহমখদুম থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘ভিডিওটা গত ৫ বা ৬ মাস আগের। তাদের দুই পক্ষের মধ্যে বিরোধ হওয়ায় এখন ভিডিওটি ফেসবুকে তাদের কেউ দিয়েছে। আমরা তাদের চিহ্নিত করে ধরার চেষ্টা করছি।’

ওসি আরও বলেন, ‘দেখে মনে হচ্ছে এগুলো আসল অস্ত্র। আমরা মাত্র বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। কে বা কারা এটি করেছে খুঁজে বের করার চেষ্টা করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিভাগের আরো খবর