দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান বলেন, ‘প্রতিবেশী ও দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে আমির হোসেনের পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে। আমরা ঘটনাটি নিয়ে কাজ করছি।’
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে এক বৃদ্ধ দম্পতি ও তাদের ছেলেকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। পরবর্তীতে চিকিৎসাধীন আহত দম্পতির মৃত্যু হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী মঙ্গলবার দুপুরে এবং সোমবার রাত তিনটার দিকে স্বামীর মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ছৈয়দুরখীল এলাকায় নিজ বাড়িতে ঢুকে তাদের কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।
নিহত দুজন হলেন ছৈয়দুরখীল গ্রামের ফজল বাপের বাড়ী এলাকার ৬৫ বছর বয়সী আমির হোসেন ও তার ৫৫ বছরের স্ত্রী জুলেখা বেগম। এ ঘটনায় আহত হয়েছেন নিহত দম্পতির ৩৫ বছর বয়সী ছেলে জসিম উদ্দিন।
সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, সোমবার রাতে বাসায় গিয়ে এই বয়স্ক দম্পতি ও তাদের সন্তানকে বেঁধে এলোপাতাড়ি কুপিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেয়া হয়।
রাত তিনটার দিকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আমির হোসেন মারা যান। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন তার স্ত্রী জুলেখাও মারা যান। তাছাড়া তাদের সন্তান জসীম গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে এখনও চিকিৎসাধীন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান বলেন, ‘প্রতিবেশী ও দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে আমির হোসেনের পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে। আমরা ঘটনাটি নিয়ে কাজ করছি।’
তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি বলে জানান ওসি।
চট্টগ্রামে বৃদ্ধ দম্পতিকে কুপিয়ে হত্যা
এ বিভাগের আরো খবর/p>