নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপি ও পুলিশের সংঘর্ষে তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
তাদের মধ্যে একজনকে কুপিয়ে ও দুইজনকে পিটিয়ে আহত করা হয় বলে জানিয়েছে পুলিশ।
উপজেলার পাঁচরুখী এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষ শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে।
ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির লোকজন ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার পুড়িয়ে অবরোধ করে। সেখানে কিছু গাড়ি ভাঙচুর করে।
‘ওই সময় সেখানে দায়িত্বরত পুলিশ বাধা দিতে গেলে তাদের দুইজনকে পিটিয়ে ও একজনকে কুপিয়ে জখম করে বিএনপির কর্মীরা। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।’
তিনি বলেন, ‘বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ বিপুল সংখ্যক শটগানের গুলি ও টিয়ারশেল ছুড়েছে৷’
ওই সময় বিএনপি কর্মীদের ছুড়া ইটপাটকেলে আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
তিনি আরও জানান, বিএনপির কর্মীরা একজন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করেছে। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিএনপির হামলায় গুরুতর আহত অপর দুজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে সকালে ঢাকা-সিলেট মহাসড়ক ব্যারিকেড দিয়ে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করে বিএনপির নেতা-কর্মীরা। দফায় দফায় মিছিল করে তারা।