বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মানিকগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

  • প্রতিনিধি, মানিকগঞ্জ   
  • ৩১ অক্টোবর, ২০২৩ ১১:১৩

ওসি আব্দুর রউফ সরকার জানান, বিএনপির নেতা-কমীরা ইচ্ছাকৃতভাবে ক্ষিপ্ত হয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্ম-রক্ষায় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে আটক করা হয়।

মানিকগঞ্জে অবরোধ কর্মসূচি পালন করতে সড়কে নামা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। আটক করা হয়েছে দলটির পাঁচজনকে।

মঙ্গলবার সকালে শহরের সেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিলটি মনরা এলাকা হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়।

এ সময় বিএনপির নেতা-কর্মী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এক পর্যায়ে পুলিশ নিজেদের রক্ষায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন এবং ধাওয়া করে বিএনপির পাঁচজন নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সহসভাপতি আজাদ হোসেন খান, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ যাদু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লিটন কসাই ও জেলা কৃষক দলের সাবেক সভাপতি মনির উদ্দিন আহম্মেদ।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক আরিফ হোসেন লিটন বলেন, দলীয় নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল করার সময় পুলিশ এসে বাধা দেয় এবং ফাঁকা গুলি করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের ধাওয়ায় বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন এবং পুলিশ ধাওয়া করে আমাদের পাঁচজনকে আটক করেছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, বিএনপির নেতা-কমীরা ইচ্ছাকৃতভাবে ক্ষিপ্ত হয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্ম-রক্ষায় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে আটক করা হয়।

এ বিভাগের আরো খবর