বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অবরোধের শুরুতে চট্টগ্রামে বাসে আগুন

  • প্রতিবেদক, চট্টগ্রাম   
  • ৩১ অক্টোবর, ২০২৩ ১০:২৩

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হোসাইন বলেন, ‘সকাল ৬টার দিকে বাসটি সল্টগোলা থেকে ইপিজিডের দিকে যাচ্ছিল। এ সময় দুজন লোক যাত্রী বেশে উঠে বাসে আগুন দেয়।’

বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধের প্রথম দিন চট্টগ্রাম নগরীর ইপিজেডে যাত্রী বেশে উঠে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকাল ৬টার দিকে ইপিজেড থানার সল্টগোলা ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন বলেন, ‘সকাল ৬টার দিকে বাসটি সল্টগোলা থেকে ইপিজিডের দিকে যাচ্ছিল। এ সময় দুজন লোক যাত্রী বেশে উঠে বাসে আগুন দেয়।’

বাসে আগুন দেওয়ার খবর পেয়ে তৎক্ষনাণাৎ ঘটনাস্থলে যান ইপিজেড থানার উপপরিদর্শক সুমন বেলায়েত। তিনি নিউজবাংলাকে বলেন, ‘এসময় বাসে যাত্রী বেশি ছিল না, চালক ও চালকের সহকারী ছিল। সবাই প্রাণে বাঁচলেও বাসটি পুড়ে যায়। এমনকি বাসচালক জুয়েলের মোবাইলটিও বাসে ছিল, সেটিও পুড়ে গেছে।’

এই ঘটনায় এখনো কাউকে আটক বা চিহ্নিত করা যায়নি বলে জানিয়েছেন ওসি হোসাইন।

এর আগে সোমবার রাত ১০টার দিকে নগরীর দামপাড়া এলাকায় সড়কের পাশে পার্কিংয়ে থাকা একটি বাসে আগুন লাগে। স্থানীয়রা ওই আগুন দুর্বৃত্তের দেয়া দাবি করলেও বিষয়টি নিশ্চিত করতে পারেনি খুলশী থানা পুলিশ।

খুলশী থানার ওসি রুবেল হাওলাদার বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি৷ ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’

এদিকে রাত পৌনে তিনটার দিকে বায়েজিদের বটতল এলাকায় রাস্তার পাশে পার্ক করা আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে বায়েজিদ বোস্তামি ফায়ার সার্ভিস স্টেশন।

বায়েজিদ থানার ওসি ফেরদৌস জাহান বলেন, ‘ওটা ১০ নম্বর বাস ছিল, বাসটি মূলত অন্য সড়কে চলাচল করে, তবে চালকের বাসা অক্সিজেন-বটতল এলাকায় হওয়ায় উনি প্রতিদিনের মত রাস্তার পাশে পার্ক করে রেখে বাসায় গিয়েছিলেন। রাত পৌনে তিনটার দিকে ওই বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।’

তিনি আরও বলেন, ‘আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজসহ সবকিছু পর্যালোচনা করে তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চালাচ্ছি।’

এ বিভাগের আরো খবর