বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেহেরপুরে বন্য শূকরের আক্রমণ: আহত ১০

  • প্রতিনিধি, মেহেরপুর   
  • ৩০ অক্টোবর, ২০২৩ ১৮:৩৪

মেহেরপুর জেলা বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের সামাজিক বন কর্মকর্তা এসটি হামিম হায়দার বলেন, ‘শূকরটি বণ‍্য জাতীয়, কেননা এ অঞ্চলটিতে শূকর কেও পালে না। তাছাড়া হতে পারে খাবারের সন্ধানে শূকরটি প্রতিবেশি দেশ ভারত থেকে এদেশে এসেছে। তবে জনগণ শূকরটি না মেরে বন বিভাগকে খবর দিলে বন্য শূকরটিকে জীবিত উদ্ধার করা যেত।’

মেহেরপুরের গাংনীতে বন্য শূকরের আক্রমণে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। যাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর হওয়াই বতর্মানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে নিজ বাড়িতে ফিরে এসেছেন।

উপজেলার কাজিপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী কাজিপুর মধ‍্যপাড়া গ্রামে সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বন বিভাগের দাবি, খাবারের সন্ধানে ভারতের সীমানা পার হয়ে শূকরটি এখানে চলে আসে।

কাজিপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘আজ বেলা এগারোটার দিকে কাজিপুর মধ‍্যপাড়ার মাঠে কয়েকজন কৃষক কাজ করার সময় হঠাৎ একটি বণ‍্য শূকর তাদের উপর আক্রমণ করে। এমন সময় তাদের আশেপাশে থাকা অন‍্য লোকজনেরা হাসুয়া, নিড়িন ও লাঠি নিয়ে শূকরটিকে তাড়া করলে শূকরটি পালিয়ে গ্রামের মধ‍্যে ঢুকে পড়ে।

‘এ সময় তার সামনে যাকে পেয়েছে তাকেই কামড়িয়ে আহত করেছে। একপর্যায়ে গ্রামের লোকজন শূকরটিকে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলে এবং মাটি গর্ত করে মৃত শূকরটিকে পুতে ফেলে।’

পরে স্থানীয়রা শূকরের কামড়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন‍্য প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে পরে সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

মেহেরপুর জেলা বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের সামাজিক বন কর্মকর্তা এসটি হামিম হায়দার বলেন, ‘ভারত ঘেশা কাজিপুর গ্রামে একটি বণ‍্য শূকর কামড়িয়ে দশজন মানুষকে আহত করেছে। শূকরটি বণ‍্য জাতীয়, কেননা এ অঞ্চলটিতে শূকর কেও পালে না। তাছাড়া হতে পারে খাবারের সন্ধানে শূকরটি প্রতিবেশি দেশ ভারত থেকে এদেশে এসেছে। তবে জনগণ শূকরটি না মেরে বন বিভাগকে খবর দিলে বন্য শূকরটিকে জীবিত উদ্ধার করা যেত।’

এ বিভাগের আরো খবর