বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএনপির সমাবেশের দিন সহিংসতা: ৩৬ মামলায় আসামি ১৫৪৪

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৩০ অক্টোবর, ২০২৩ ১৬:৩৫

ডিএমপির মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপকমিশনার কে এন রায় নিয়তি সোমবার দুপুরে জানান, গত ২৮ অক্টোবর রাজধানীতে সহিংসতার ঘটনায় ৩৬টি মামলা করা হয়েছে। ডিএমপির বিভিন্ন থানায় এসব মামলা করা হয়। এগুলোতে এজাহারভুক্ত আসামি করা হয় এক হাজার ৫৪৪ জনকে। অজ্ঞাতনামা আরও অনেককে করা হয়েছে আসামি।

বিএনপির মহাসমাবেশেকে কেন্দ্র করে শনিবার রাজধানীর বিভিন্ন জায়গায় সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় ৩৬টি মামলায় আসামি করা হয়েছে এক হাজার ৫৪৪ জনকে।

আজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও অনেককে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপকমিশনার কে এন রায় নিয়তি সোমবার দুপুরে এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৮ অক্টোবর রাজধানীতে সহিংসতার ঘটনায় ৩৬টি মামলা করা হয়েছে। ডিএমপির বিভিন্ন থানায় এসব মামলা করা হয়। এগুলোতে এজাহারভুক্ত আসামি করা হয় এক হাজার ৫৪৪ জনকে। অজ্ঞাতনামা আরও অনেককে করা হয়েছে আসামি।

ডিএমপির তথ্য অনুযায়ী, রাজধানীতে গত ২১ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ৯ দিনে এক হাজার ৮০৫ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয় ২৮ অক্টোবর। ওই দিনে গ্রেপ্তার করা হয় ৬৯৬ জনকে।

ডিএমপি আরও জানায়, বিএনপির মহাসমাবেশের আগের দিন গ্রেপ্তার করা হয় ৩৪০ জনকে। সর্বশেষ রোববার গ্রেপ্তার করা হয় ২৫৬ জনকে।

এ বিভাগের আরো খবর