আগামী পহেলা নভেম্বর উদ্বোধন হতে যাচ্ছে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথ। তাই দ্বিতীয় দফায় রেলপথে চালানো হয়েছে পরীক্ষামূলক ট্রেন।
এবার পাঁচটি খালি কনটেইনার নিয়ে পরীক্ষামূলক ট্রেনটি অতিক্রম করে বাংলাদেশ সীমানা।
হলুদ রঙের পাঁচটি খালি বগি নিয়ে ট্রেনটি সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর থেকে যাত্রা শুরু করে।
পরীক্ষামূলক ট্রেন চলাচল সফল হওয়ার কথা জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা।
আন্তর্জাতিক রুটের ট্রেন চালাতে পেরে উচ্ছ্বসিত চালক মাহফুজুর রহমান বলেন, ‘আখাউড়া-আগরতলা রেলপথে ট্রেন চালানোর দায়িত্ব পেয়ে আমি অনেক আনন্দিত। প্রতি ঘণ্টা ২০ কিলোমিটার বেগে ট্রেনটি চালানো হয়েছে। এটি আমার কাছে গর্বের বিষয়।’
প্রকল্প সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, ২০১৮ সালের জুলাইয়ে ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড আখাউড়া-আগরতলা রেলপথের নির্মাণকাজ শুরু করে। ১২ দশমিক ২৪ কিলোমিটার দৈর্ঘ্যের রেলপথের বাংলাদেশ অংশ ৬ দশমিক ৭৮ কিলোমিটার।
করোনা মহামারিসহ নানা সংকটে দেড় বছর মেয়াদি এ প্রকল্পের কাজ শেষ করতে সময় লেগেছে পাঁচ বছরেরও বেশি।
আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথের বাংলাদেশ অংশের প্রকল্প পরিচালক মো. আবু জাফর মিয়া জানান, এটি দ্বিতীয় দফায় চূড়ান্ত ট্রায়াল, এখন উদ্বোধনের জন্য প্রস্তুত আছে রেলপথটি। আগামী পহেলা নভেম্বর দুদেশের প্রধানমন্ত্রীর মাধ্যমে উদ্বোধন হবে।
রেলপথটি চালু হলে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের প্রসার ঘটবে বলেও জানান তিনি।