গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন শ্রমিকরা।
সাইনবোর্ড, মালেকের বাড়ি, ভোগরা বাইপাস এলাকায় সোমবার সকাল থেকে জড়ো হয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
ওই সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকরা মহাসড়কে চলাচলকারী একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, বেতন বৃদ্ধির দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো সোমবারও গাজীপুরে আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। এদিন সকাল ৯টা থেকে ভোগড়া বাইপাসের আশপাশের এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে।
তখন তারা কয়েকটি কারখানায় ভাঙচুর চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে।
পুলিশ আরও জানায়, একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রোডে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান বলেন, ‘উত্তেজিত শ্রমিকরা একটি পিকআপে আগুন ধরিয়ে দিয়েছে। এখনও শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছে।’
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশারাফ বলেন, ‘ঢাকা ময়মনসিংহ সড়কে যান চলাচল সাময়িক বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমরা সাধ্য মতো চেষ্টা করছি।’