বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লালমনিরহাটে আওয়ামী লীগ নেতার মৃত্যুতে জেলাজুড়ে বিএনপি অফিসে হামলা, আগুন

  • প্রতিনিধি, লালমনিরহাট   
  • ২৯ অক্টোবর, ২০২৩ ২৩:০১

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে লালমনিরহাটের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ন্যাংড়া জাহাঙ্গীর নামে এক যুবলীগ নেতা নিহতসহ ও আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গুরুতর আহত হয়ে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এ সময় পুলিশ ও সাংবাদিকের গাড়িসহ ৫টি গাড়ি ভাংচুর করা হয় বলে জানিয়েছে পুলিশ।

লালমনিরহাটে বিএনপির হরতালে সংঘর্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা জাহাঙ্গীর হোসেন নিহতের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের শান্তি মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে জেলা শহরের বিডিআর গেটে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে সন্ধার কিছুক্ষণ আগে বিক্ষুব্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলা বিএনপি কার্যালশ, শহরের মিশনমোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয় ও জেলা রেলওয়ে শ্রমিকদল কার্যালয়, মহেন্দ্রনগর ও আদিতমারী উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করে।

এ সময় কার্যালয়ের ভিতরের আসবাবপত্র ও গুরত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায় বলে জানা গেছে। খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শহরজুড়ে আতংক বিরাজ করছে।

এর আগে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে লালমনিরহাটের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ন্যাংড়া জাহাঙ্গীর নামে এক যুবলীগ নেতা নিহতসহ ও আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গুরুতর আহত হয়ে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এ সময় পুলিশ ও সাংবাদিকের গাড়িসহ ৫টি গাড়ি ভাংচুর করা হয় বলে জানিয়েছে পুলিশ।

লালমনিরহাট জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আ. ওয়াদুদ জানান, শহরের মিশনমোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয় ও জেলা রেলওয়ে শ্রমিকদল কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে কী পরিমান ক্ষতি হয়েছে সেটি তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এ বিভাগের আরো খবর