বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুলিশ হত্যায় মির্জা ফখরুলসহ ১৬৪ জন আসামি

পুলিশ সদস্য হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলেন সিসিটিভি ক্যামেরা ফুটেজ থেকে বিএনপি নেতাদের শনাক্ত করা হয় এবং পরে অভিযান চালিয়ে আজ ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

সমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীদের তাণ্ডবে আমিরুল ইসলাম পারভেজ (৩২) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় সরাসরি জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- শামীম আহমেদ ও মো. সুলতান। শামীম গাইবান্ধার পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তাকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমিরুল ইসলাম হত্যায় দায়ের করা মামলায় শামীম আহমেদ সর্বশেষ ১৬৪ নম্বর আসামি। অন্যদিকে, সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকার ডেমরা এলাকা থেকে। ঘটনার সময় শামীম ধারালো অস্ত্র দিয়ে পুলিশ কনস্টেবলের মাথায় কোপ দেন। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা গেছে।

আজ রোববার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে নিহত পুলিশ কনস্টেবলের জানাজা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

তিনি বলেন, পুলিশ সদস্য হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলেন সিসিটিভি ক্যামেরা ফুটেজ থেকে বিএনপি নেতাদের শনাক্ত করা হয় এবং পরে অভিযান চালিয়ে আজ ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। দুজনই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

এর আগে সকালে পল্টন থানায় এসআই মাসুক মিয়া বাদী হয়ে পল্টন মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ১ নম্বর আসামি করে মোট ১৬৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি আসামিদের মধ্যে উল্লেখ্যযোগ্যরা হলেন, মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আব্দুস সালাম, নিপূন রায়, আমিনুল হক, হাবিব-উন-নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, জহির উদ্দিন স্বপন, রফিকুল ইসলাম বকুল, হারুন অর রশিদ ভূঁইয়া, শফিকুল ইসলাম মিল্টন, এস এম জিলানী, রাজিব আহসান, রাশেদ ইকবাল খান, সাইফুল মাহমুদ জুয়েল, শরীফ উদ্দিন জুয়েল, সাজ্জাদুল মিরাজ, খন্দকার এনামুল হক, রবিউল ইসলাম নয়ন, ডা ফরহাদ হালিম ডোনার, অ্যাডভোকেট আহমেদ আজম খান, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, আতাউর রহমান ঢালি, লিটন মাহমুদ, মোশারফ হোসেন খোকন, ফারুক হারুন আর রশিদ, এসকে সিকান্দারা কাদির, মোহাম্মদ মোহন, মনির হোসেন, আনোয়ার হোসেনসহ ১৬৪ জন।

অন্য দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে নিহত পুলিশ সদস্যের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত করেন ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. তৌহিদা বেগম। এরআগে পুলিশ সদস্যের মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ পারভেজ ভুঁইয়া। সেখানে তিনি উল্লেখ করেন, পুলিশ সদস্যের মাথার পিছনে দুইটি কাটা জখম, কপালের বাম পাশে কাটা জখম, নাকে জখম, পিঠে, দুই হাতে নীলাফোলা জখম রয়েছে।

উল্লেখ্য, শনিবার বিএনপির সমাবেশ চলাকালীন ফকিরাপুলের বক্স কালভার্ট রোডে দায়িত্ব পালন করছিলেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যাণ্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে (সিটিটিসি) কর্মরত কনস্টেবল আমিরুল ইসলাম। এ সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আমিরুলকে একা পেয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লাঠিসোটা দিয়ে বেধড়ক পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।

এ বিভাগের আরো খবর