বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হরতালে জেলায় জেলায় মিছিল, সংঘর্ষ, আটক ও গ্রেপ্তার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৯ অক্টোবর, ২০২৩ ১৮:৪৩

বিএনপি আহূত রোববারের হরতালে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত হামলা-সংঘর্ষ, মিছিল ও নেতাকর্মীদের আটকের ঘটনা ঘটেছে। আটক ও গ্রেপ্তার করা হয়েছে বিএনপি কয়েকশ’ নেতাকর্মীকে।

সরকার পতনের এক দফা দাবিতে শনিবার রাজধানীতে আয়োজিত মহাসমাবেশে হামলা ও গ্রেপ্তারের অভিযোগ এনে এর প্রতিবাদে বিএনপি আহূত রোববারের হরতালে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত হামলা-সংঘর্ষ, মিছিল ও নেতাকর্মীদের আটকের ঘটনা ঘটেছে। আটক ও গ্রেপ্তার করা হয়েছে বিএনপি কয়েকশ’ নেতাকর্মীকে।

এদিকে বিএনপি ও জামায়াত শনিবার রাতে পৃথকভাবে সারা দেশে হরতাল কর্মসূচি ঘোষণা দেয়ার পর ঢাকা বাস মালিক সমিতির পক্ষ থেকে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার কথা জানানো হয়েছিল। তবে রোববারের হরতালে মালিক সমিতির এই অবস্থানের বাস্তব প্রতিফল সেভাবে দেখা যায়নি। নগর পরিবহন চললেও তা ছিল খুবই কম। নগরবাসীও একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হননি। আর দূরপাল্লার রুটে বাস চলাচল বলতে গেলে বন্ধই ছিল। দুই-একটি ব্যতিক্রম ছাড়া দূরপাল্লার বাস চলেনি। তবে স্থানীয় পর্যায় স্বল্প পরিসরে বাস চলেছে। পরিস্থিতিও মোটামুটি স্বাভাবিক ছিল।

নিউজবাংলার প্রতিবেদক ও স্থানীয় প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত।

আদালত চত্বরে হরতালের সমর্থনে বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল

সারাদেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে পুরান ঢাকার জজকোর্ট এলাকায় মিছিল ও সমাবেশ করেছে বিএনপিপন্থি আইনজীবীরা। এতে প্রায় পঞ্চাশোর্ধ আইনজীবী অংশ নিয়েছেন।

রোববার দুপুরে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসীন মিয়ার নেতৃত্বে এ মিছিল বের হয়। দুপুর ১টার দিকে মিছিলটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকে আসলে পুলিশ আদালতের প্রধান ফটক আটকে দেয়। এ সময় সেখানে আধাঘন্টা দাঁড়িয়ে তারা হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। এরপর ঢাকা আইনজীবী সমিতির সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।

নওগাঁয় গ্রেপ্তার ১১

বিএনপির ডাকা হরতালকে কেন্দ্র করে নওগাঁয় বিএনপির ১১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যা থেকে রোববার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে নওগাঁ সদরে ১১জন, নিয়ামতপুরে ১৩, মান্দায় ৯, মহাদেবপুরে ৮, বদলগাছি ১১, সাপাহারে ১৭, পোরশায় ১০, ধামইরহাটে ৮, পত্নীতলায় ৮, আত্রাইয়ে ১১ এবং রাণীনগর উপজেলায় ৮ জন রয়েছেন।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, ‘নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার বেশ কিছু আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিদের আদালতে নেয়া হয় এবং পরে আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এটি পুলিশের রুটিন ওয়ার্ক।’

নাটোরে বিএনপি-জামায়াতের ৩৭ নেতাকর্মী আটক

নাটোরে নাশকতার প্রস্তুতির অভিযোগ এনে ৩৭ বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, হরতালকে কেন্দ্র করে শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত জেলাব্যাপী অভিযান চালানো হয়। এ সময় নাশকতার প্রস্তুতিকালে শনিবার রাত ১টার দিকে গুরুদাসপুরের নাজিম উদ্দিন এন্ড কলেজ রোড থেকে ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হেনা, নাজিরপুর ইউনিয়ন বিএনপি নেতা মুক্তার হোসেন ও ধারবারিষা ইউনিয়ন জামায়াত নেতা আব্দুল গণিকে আটক করা হয়।

এছাড়াও নাশকতার প্রস্তুতির অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের আরও ৩৪ নেতাকর্মীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে প্রেরণ করা হয় তাদের।

ঝিনাইদহে মিছিল

সারা দেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সমর্থনে শুধু মিছিল দিয়েই হরতাল পালন করেছে ঝিনাইদহের বিএনপির নেতাকর্মীরা। রোববার সকালে জেলা বিএনপির পক্ষ থেকে শহরের নতুন হাটখোলা রাস্তা থেকে হরতাল সমর্থনে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এইচএসএস সড়কের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

রাজশাহীতে মাঠে নেই বিএনপি-জামায়াত

সারা দেশে হরতাল ঘোষণা করলেও রাজশাহীতে সকাল থেকে কোথাও দেখা যায়নি বিএনপি-জামায়াত নেতাকর্মীদের। তবে, সকালে শহরের খড়খড়ি এলাকায় হরতালের সমর্থনে কয়েকজনে ঝটিকা বিক্ষোভ করে পালিয়ে যায়। অন্যদিকে, নগরীর সাহেববাজারসহ বেশ কয়েটি স্থানে অবস্থান নিয়ে হরতাল বিরোধী শান্তি মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

নোয়াখালীতে আটক ৮৪

নোয়াখালীতে ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। এ সময় বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-বিএনপি সন্দেহে ৮৪ জনকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।

সুনামগঞ্জে আটক ৬

সুনামগঞ্জের দুই উপজেলা থেকে হরতালের পিকেটিং করার সময় বিএনপির ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে শান্তিগঞ্জ উপজেলা যুবদলের সভাপতিসহ চার জন এবং শাল্লা উপজেলা তরুল দলের সভাপতিসহ দুই জন রয়েছেন।

বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ তাদের আটক করে বলে শান্তিগঞ্জ ও শাল্লা থানার ওসি পৃথক পৃথকভাবে আটকের সত্যতা স্বীকার করেছেন।

ঠাকুরগাঁওয়ে মিছিলে পুলিশি ধাওয়া, আটক ১

ঠাকুরগাঁও শহরে বিএনপির হরতালের মিছিল পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়েছে। রোববার বেলা ১ টার দিকে কালিবাড়ি বাজার রোডে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেটে বিক্ষিপ্ত পিকেটিংসিলেটে হরতালে পুলিশের ওপর হামলা ও পিকেটিংয়ের অভিযোগে মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী সহ ৮ জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া পিকেটারদের ইট পাকটেলে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

আটকদের মধ্যে তিনজন হলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিলেট জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ ও দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা মোহাম্মদ আব্বাস। বাকিদের নাম-পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

গাইবান্ধায় আটক ৯

ঢাকায় বিএনপির মহাসমাবেশে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে গাইবান্ধার পলাশবাড়ি থেকে শামীম রেজা নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে উপজেলার পলাশবাড়ী খাদ্য গুদামের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে গাইবান্ধার গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ ছাড়াও রোববার সকাল থেকে দুপুর পর্যস্ত গাইবান্ধার সদরের কাঁচারী বাজার এলাকা থেকে বিএনপি ও জামায়াতের পাঁচজন ও সাদুল্লাপুর উপজেলার উত্তর কাজীবাড়ি গ্রাম থেকে বিএনপি-জামায়াতের তিনজনকে আটক করা হয়।

চট্টগ্রামে বিএনপি-জামায়াতের হরতাল

বিএনপি-জামায়াত ঘোষিত সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালিত হয়েছে চট্টগ্রামে। এ সময় নগরে গণপরিবহন ও ব্যক্তিগত যানের সংখ্যা কম ছিল।

হরতাল ঘিরে সকাল থেকেই নগরজুড়ে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রামাঞ্চলেও সতর্ক দৃষ্টি ছিল পুলিশের। নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপপুলিশ কমিশনার স্পীনা রানী প্রমাণিক বলেন, ‘সারাদিন সহস্রাধিক পুলিশ সদস্য নগরজুড়ে ছিল সতর্ক অবস্থানে। এর বাইরে সাদা পোষাকেও অনেক পুলিশ সদস্য দায়িত পালন করেছেন। কোথায় কোনো সহিংসতা বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।’

এ বিভাগের আরো খবর