লালমনিরহাটে বিএনপির সঙ্গে সংঘর্ষে আওয়ামী যুবলীগের এক নেতা নিহত হয়েছেন।
বিএনপির ডাকা সকাল-সন্ধ্যার হরতালের দিন রোববার সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. জাহাঙ্গীর আলম সদর উপজেলার গোকুলে ইউনিয়নের বেলপাড়া এলাকার আজিজের রহমানের ছেলে। তিনি গোকুণ্ডা ইউনিয়ন যুবলীগের সাবেক কমিটির সদস্য ছিলেন।
জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেছেন, ‘মহেন্দ্রনগর বাজার এলাকায় হরতাল-সমর্থকদের হামলায় গুরুতর আহ জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।’
স্থানীয়রা জানান, হরতালের সমর্থনে মহেন্দ্রনগর ইউনিয়নে বিএনপির নেতা-কর্মীরা পিকেটিং করার জন্য মাঠে নামলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের বাধা দেয়ার চেষ্টা করেন। পরে দুই দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় বিএনপির পিকেটারদের হামলায় যুবলীগ নেতা জাহাঙ্গীর ও স্বেচ্ছাসেবকলীগ নেতা রাজুু আহমেদ গুরুতর আহত হন। পরে তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে যুবলীগ নেতা জাহাঙ্গীরের মৃত্যু হয়।
এ ছাড়াও জেলা শহরে বিএনপি কর্মীরা পিকেটিং করার চেষ্টা করলে আওয়ামী লীগের অবস্থানের কারণে তা পণ্ড হয়ে যায়। বিএনপির কিছু নেতা-কর্মী চোরাগুপ্তা হামলা চালিয়ে সাংবাদিকের গাড়িসহ ৩/৪টি মটরসাইকেল ভাঙচুর করেছে।
এদিকে সকালের দিকে জেলা শহরের মিশনমোড়ে বিক্ষোভ ও পিকেটিং করতে বিএনপি নেতা-কর্মীরা মাঠে নামলে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে পড়েনহরতালে সমর্থকরা। হরতালে সাধারণ যাত্রীদের হেঁটে এবং অটোরিকশা করে যেতে দেখা গেছে। লালমনিরহাট থেকে দূরপাল্লার বাসসহ সব রকম যানবাহন বন্ধ রয়েছে।
এ ছাড়া জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়িতে বিএনপি নেতা-কর্মীরা হরতালের সমর্থনে পিকেটিং করার সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটে।
আদিতমারী উপজেলা বিএনপির কার্যালয়ে হরতালের সমর্মথনে বিএনপি নেতা-কর্মীরা সমাবেত হওয়ার চেষ্টা করলে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা হামলা চালিয়ে বিএনপি কার্যালয় ভাঙচুর করেন বলে অভিযোগ। এ সময় উভয় দলের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এ ছাড়াও জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ আ.লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এদিকে যুবলীগ নেতা জাহাঙ্গীরের মৃত্যুর কথা জেলায় ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা যায়। এরই প্রতিবাদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জেলা শহরের বিডিআর গেটে বিকেলে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন।
লালমনিরহাট জেলা পুলিশ জানিয়েছে, জেলায় আইনশৃঙ্খখলার যেন কোনোরকম অবনতি না হয় সেজন্য জেলার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।