রাজধানী ঢাকায় শনিবারের সংঘর্ষের পর বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সঙ্গে এক ব্যক্তির ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র বলেন, ‘এই ভদ্রলোক যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষে কথা বলেন না।’
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে কোনো ব্যক্তির যাতায়াতের বিষয়ে যে গুজব তা সম্পূর্ণ মিথ্যা ও ভুল বলে উল্লেখ করা হয়েছে।
ইউএনবি জানায়, একটি ভিডিওর দিকে যুক্তরাষ্ট্র দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করা হলে দূতাবাসের মুখপাত্র বলেন, ‘এই ভদ্রলোক যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষে কথা বলেন না।’
রাজধানী ঢাকায় শনিবারের সংঘর্ষের পর বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সঙ্গে এক ব্যক্তির ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, গোলাপি শার্ট পরা এক ব্যক্তি ইংরেজিতে কথা বলছেন। ইশরাক ও অন্যরা তার পাশে বসে ছিলেন।