রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের মধ্যে ফকিরাপুল এলাকায় সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ নিহতের ঘটনার বিচার ত্বরিত গতিতে হবে বলে আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
গাজীপুর মহানগরের মারিয়ালীতে রোববার নবনির্মিত গাজীপুর রেজিস্ট্রেশন কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ অবস্থান ব্যক্ত করেন।
বিএনপির সমাবেশের মধ্যে শনিবার সংঘর্ষ চলাকালে বিকেল ৪টার দিকে গুরুতর আহত হন কনস্টেবল পারভেজ। রাস্তা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্যকে হত্যা করেছে। দেশে এখন আর কেউ বিচারের ঊর্ধ্বে নয়। কথা দিলাম, এটার বিচার ত্বরিত গতিতে করা হবে।’
তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। রাজনীতি গণতন্ত্রের একটি অংশ। রাজনীতিতে দেশের উন্নয়নের কথা বলতে কারও বাধা নেই, কিন্তু রাজনীতির নামে যদি সহিংসতা করা হয়, তাহলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে বলব।
‘আপনারা দেখেছেন, প্রধান বিচারপতির বাসভবনের ফটকে লাথি মেরেছে। আমি মনে করি, এটা বিচার বিভাগের ফটকে লাথি মারা হয়েছে। আমি মনে করি, যারা বিচার বিভাগে কাজ করে, তাদের বুকে লাথি মারা হয়েছে। এটির অবশ্যই বিচার করা হবে।’
তিনি আরও বলেন, ‘স্বার্থ এবং ক্ষমতা—বিএনপির রাজনীতি হচ্ছে সেটাই। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে প্রধানমন্ত্রী আপনাদের ভোটে সরকার গঠন করলেন। তারপর থেকেই দেখেছেন বাংলাদেশের উন্নয়ন।
‘বাংলাদেশের এ উন্নয়ন ব্যাহত করার জন্য, দেশ যেন নিজের পায়ে দাঁড়াতে না পারে, একচল্লিশ সালের মধ্যে দেশ যেন মধ্যম আয়ের দেশ না হতে পারে, এ জন্য বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ব্যাহত করতে দেয়া হবে না।’