বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুদকের তদন্তে অধ্যক্ষ হাসানুল সিরাজী সাময়িক বরখাস্ত

  • প্রতিনিধি, মাদারীপুর   
  • ২৯ অক্টোবর, ২০২৩ ১৬:০৫

সাময়িক বরখাস্ত পত্রের সূত্রে জানা যায়, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ মো. হাসানুল সিরাজীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, অসদাচারণ ও নারী শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণসহ বিভিন্ন অভিযোগে কলেজের শিক্ষকরা অভিযোগপত্র দাখিল করেন।

দুদকের তদন্তে অভিযুক্ত মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসন কলেজের অধ্যক্ষকে সাময়িকভাবে কলেজ থেকে বরখাস্ত করা হয়েছে।

কলেজের পরিচালনা পর্ষদের সভাপতির স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে রোববার অধ্যক্ষ মো. হাসানুল সিরাজীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্ত পত্রের সূত্রে জানা যায়, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ মো. হাসানুল সিরাজীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, অসদাচারণ ও নারী শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণসহ বিভিন্ন অভিযোগে কলেজের শিক্ষকরা অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠিত হয়। তদন্তে সিরাজীর বিরুদ্ধে দুর্নীতি, অব্যবস্থাপনা ও অসদাচারণের অভিযোগ, অধ্যক্ষ কর্তৃক নারী শিক্ষকদের প্রতি আচরণ শিষ্টাচার বহির্ভূত ও নারী বিদ্বেষী এবং একইসঙ্গে দুই প্রতিষ্ঠানে কর্মরত থাকার অভিযোগ প্রমাণিত হয়।

এ বিষয়ে মো. হাসানুল সিরাজীর সঙ্গে যোগাযোগ করতে চাইলেও তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

এ বিভাগের আরো খবর