বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পল্টন মোড়ে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি ধাওয়া

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৮ অক্টোবর, ২০২৩ ১৫:২২

শান্তি সমাবেশে আসা আওয়ামী লীগ নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে পল্টন মোড় এলাকায় অবস্থান নেয়া বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে। সংঘর্ষে ইটের আঘাতে দুই পক্ষের কয়েকজন আহত হন।

রাজধানীর পল্টন মোড় এলাকায় আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

বিএনপির পূর্বঘোষিত মহাসমাবেশ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশের দিন শনিবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে দেখা যায়, বিজয়নগরে জাতীয়তাবাদী ও সমমনা দলের নেতা-কর্মীদের সঙ্গে বেলা আড়াইটার দিকে পুলিশের সংঘর্ষ হয়। আধা ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।

পরে পুলিশ সদস্যরা পল্টন মোড়ে চলে এলে শান্তি সমাবেশে আসা আওয়ামী লীগ নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে পল্টন মোড় এলাকায় অবস্থান নেয়া বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে। সংঘর্ষে ইটের আঘাতে দুই পক্ষের কয়েকজন আহত হন।

সংঘর্ষের মধ্যে পল্টন এলাকার সড়কে বিভিন্ন আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটে।

ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর পুরানা পল্টনের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি দখল নেয় আওয়ামী লীগ, তবে এই সড়কের অলিগলি থেকে মাঝে মাঝে ইট নিক্ষেপ করছেন বিএনপির নেতা-কর্মীরা। সেসব গলিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ধাওয়া দিলে তারা আবার ভেতরে ঢুকে যান।

প্রধান সড়কে এখন আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন।

এ বিভাগের আরো খবর