রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অবস্থান নিতে শুরু করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শনিবার সকাল দশটার পর থেকেই শান্তি ও উন্নয়ন সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন তারা। প্রচন্ড রোদ উপেক্ষা করে মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন অনেকেই। আবার কেউ কেউ আশপাশের এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। দলের একাধিক কেন্দ্রীয় নেতাও এরই মধ্যে সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন।
সকাল দশটার দিকে সমাবেশ মঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তার আগে সমাবেশ মঞ্চে আসেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ সহ কয়েকজন নেতা৷ তারপর একে একে মঞ্চে উপস্থিত হন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমূখ।
এদিকে মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়েছে খিলগাঁও এলাকার অনেক নেতাকর্মী। মৎস্যজীবী লীগের একটি মিছিলও সমাবেশস্থলে পৌঁছেছে। নারায়নগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সারের কর্মীদের একটি মিছিল এসে অবস্থান নিয়েছে সামনে। রাজধানীর হাজারীবাগ থানা আওয়ামী লীগ নেতাকর্মীরাও সমাবেশস্থলে পৌঁছেছেন।
এছাড়া মহিলা আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী উপস্থিত আছেন সমাবেশস্থলে।
শুক্রবার রাতেই আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের জন্য বায়তুল মোকাররম দক্ষিণ গেটের সামনে মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
শুক্রবার আওয়ামী লীগকে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএপি)। একই দিন নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করছে জাতীয়তাবাদী দল বিএনপি।