আওয়ামী লীগের নেতারা উসকানিমূলক মন্তব্য করছেন দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে সরকারের পতন ঘটাতে চাই। তবে ক্ষমতাসীন দল কোনো ধরনের বাড়াবাড়ি করলে তার দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এতকিছুর পরও এর আগে আমরা অনেক কর্মসূচি পালন করেছি। এর আগেও রেড দিয়েছে, গ্রেপ্তার করেছে, মারপিট করেছে এবং মেরেও ফেলেছে গুলি করে। তার পরও আমরা আমাদের জায়গা থেকে সরিনি।’
লগি-বইঠা আওয়ামী লীগের কালচার মন্তব্য করে ফখরুল বলেন, ‘আর লাঠির কথা বলছে‑ এগুলো উসকানিমূলক। একদিকে তাদের প্রধান এক রকম কথা বলছেন, অন্যদিকে তারা পুরো জনগণকে জিম্মি করে ফেলেছে, তাদের এই দমন-পীড়ন নীতি দিয়ে। আমরা কোনো উসকানি দিচ্ছি না।’
পুলিশের সহযোগিতায় নয়, নিজেরাই সমাবেশের আয়োজন করছেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আমাদের অধিকার প্রয়োগ করব।’
সরকার পুলিশ দিয়ে বারবার শান্তিপূর্ণ আন্দোলনে বাধা সৃষ্টি করছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চাই। কিন্তু এরই মধ্যে আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এই সরকার অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও গণতান্ত্রিক নির্বাচনে আগ্রহী নয়। তাই সারা দেশে একটা ত্রাস তৈরি করে আবারও একতরফা নির্বাচন করতে চাচ্ছে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা।