রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে আগুনের ঘটনায় সারা দেশে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটেছে, সেবা পুরোপুরি ঠিক হতে একটু সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার ঘটনাস্থালে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (আইএসপিএবি) মহাসচিব নাজমুল করিম ভূঞা।
তিনি জানিয়েছেন, নিরাপত্তার কারণে ভবনে প্রবেশের অনুমতি মেলেনি। তাই সেখানে থাকা ডেটা সেন্টার চালু করা যাচ্ছে না।
আইএসপিএবি মহাসচিব জানান, অন্তত একটা ডেটা সেন্টার চালু করা গেলে ইন্টারনেট স্বাভাবিক হয়ে যাবে। এ জন্য ভবনে প্রবেশ করতে হবে।
আগের দিন বিকেলে ওই ভবনে আগুনে তিনজনের মৃত্যু হয়। ভবনটিতে কিছু ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানের ডেটা সেন্টার রয়েছে। এর মমাধ্যমে ইন্টারনেট সেবা দেয়া হয়।
আগুনের পরপরই ঢাকাসহ সারা দেশে ইন্টারনেট সেবাদাতা বিঘ্নিত হওয়ার খবর পাওয়া যায়।