বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চাহিদার জায়গায় সমাবেশের সুযোগ পাচ্ছে দুই দল

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৬ অক্টোবর, ২০২৩ ২৩:৩৪

ডিএমপির দেয়া চিঠির জবাবে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টা চিঠিতে আগে উল্লেখ করা নিজেদের পছন্দের জায়গায় সমাবেশ করবে বলে জানিয়েছে। ডিএমপির পক্ষ থেকে তাদের এই চাওয়াকে গুরুত্ব দিয়ে বায়তুল মুকাররম দক্ষিণ গেটে আওয়ামী লীগ এবং নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি।

আওয়ামী লীগ ও বিএনপিকে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করতে দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো দলকেই অনুমতি দেয়া হয়নি।

ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বৃহস্পতিবার সন্ধ্যায় এমন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, দুই দল তাদের সমাবেশের পরিকল্পনা আমাদের জানিয়েছে। ডিএমপি তাদের ওপর আস্থা রেখে পছন্দের জায়গায় সমাবেশ করতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার দুই দলকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হতে পারে।

ডিএমপি সূত্র জানায়, পছন্দের জায়গায় সমাবেশ করতে দুই দল ও পুলিশের মধ্যে চিঠি চালাচালির পর অনুমতি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বেশকিছু শর্তসাপেক্ষে তাদের এই অনুমতি দেয়া হতে পারে। তবে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। বিশৃঙ্খলা করলেই কঠোর পদক্ষেপ নেয়া হবে।

এদিকে জামায়াতে ইসলামীর সমাবেশ আয়োজনের অনুমতির প্রশ্নে এখনও ‘জিরো টলারেন্স’ অবস্থান ডিএমপির। দলটিকে সমাবেশের অনুমতি দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বলেন, ‘পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগ ও বিএনপির মতো বড় দুই দলকে চিঠি পাঠিয়ে কর্মসূচির ব্যাপারে বিস্তারিত জানতে চাওয়া হয়েছিল। তাদের কর্মসূচি কীভাবে, কখন, কোথায় করতে চায় তা পুলিশকে লিখিতভাবে জানিয়েছে। তাদের বক্তব্য বিচার-বিশ্লেষণ করা হচ্ছে।

‘ছোটখাট অনেক দলকে ২৮ অক্টোবর কর্মসূচি পালনের অনুমতি দিয়েছি আমরা। তবে বড় দুটি রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। কাল এ নিয়ে বৈঠক করে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে। জামায়াতে ইসলামীর কর্মসূচি নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি।’

বিকল্প দুটি ভেন্যুর নামসহ ৭টি তথ্য চেয়ে বুধবার আওয়ামী লীগ ও বিএনপিকে চিঠি দেয় ডিএমপি।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত একটি চিঠি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে পাঠানো হয়।

ওই চিঠিতে পুলিশের চিঠিতে চাওয়া সব তথ্য দিয়ে বলা হয়, বিকল্প কোনো তারা সমাবেশ করতে রাজি নয়।

চিঠিতে বলা হয়, ‘আগামী ২৮ অক্টোবর শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মুকাররম দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে লোকসমাগম সকাল ১০টায় শুরু হবে এবং সন্ধ্যা ৭টায় শেষ হবে। সমাবেশে প্রায় ২ লাখ লোকসমাগম হবে।

‘সমাবেশটি জাতীয় মসজিদ বায়তুল মুকাররম দক্ষিণ গেট থেকে পল্টন মোড়, জিপিও মোড়, শিক্ষা ভবন, গোলাপ শাহ মাজার, নগর ভবন, নবাবপুর সড়ক, মহানগর নাট্যমঞ্চ সড়ক, দৈনিক বাংলা মোড়, মতিঝিল সড়ক ও স্টেডিয়াম সড়ক পর্যন্ত বিস্তৃত হবে।’

চিঠিতে আরও বলা হয়, ‘সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর নেতাকর্মী-সমর্থক, নারী সংগঠন, তরুণ প্রজন্ম ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করবে। সমাবেশে অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয়সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে।

‘২৮ অক্টোবর শান্তি ও উন্নয়ন সমাবেশ জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের দক্ষিণ গেটে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি (মঞ্চ নির্মাণ ও প্রচার-প্রচারণার কার্যক্রম) ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ অবস্থায়, স্বল্প সময়ের মধ্যে অন্য কোনো ভেন্যুতে নতুনভাবে সমাবেশের প্রস্তুতি গ্রহণ করা দুরূহ ব্যাপার।’

মহানগর আওয়ামী লীগের চিঠিতে এসব তথ্য তুলে ধরে সমাবেশস্থল ও সংলগ্ন এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা, শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে সহযোগিতা দেয়ার জন্য ডিএমপিকে অনুরোধ জানানো হয়।

অপরদিকে বিএনপির পক্ষ থেকেও ডিএমপিতে একটি চিঠি দেয়া হয় বৃহস্পতিবার। তাতে বলা হয়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের এক দফা দাবিতে শনিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনেই মহাসমাবেশ করা হবে।

বিএনপিকে পল্টন থানার ওসি সালাহউদ্দিন মিয়ার পাঠানো চিঠিতে সমাবেশের জন্য নির্ধারিত স্থান নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও বিকল্প দুটি স্থানের নাম প্রস্তাবের অনুরোধ করা হয়। এর বাইরে আরও কিছু তথ্য জানতে চাওয়া হয়।

ওই চিঠির জবাবে বৃহস্পতিবার দুপুরে পল্টন থানার ওসির কাছে চিঠি পাঠান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাতে বলা হয়, ‘২৮ অক্টোবরের শান্তিপূর্ণ সমাবেশ নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অন্য কোনো ভেন্যুতে যাওয়া সম্ভব হবে না।’

পুলিশকে বিএনপি আরও জানায়, সমাবেশে এক থেকে সোয়া লাখ মানুষের সমাগম হবে। এ কর্মসূচি বেলা ২টায় শুরু হয়ে মাগরিবের আজানের সময় শেষ হবে।

এ বিভাগের আরো খবর