বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের নেতৃত্বে খালেদার যকৃতে অস্ত্রোপচার

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৬ অক্টোবর, ২০২৩ ২৩:০০

বিএনপির একটি সূত্র জানায়, খালেদা জিয়াকে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। সফল অস্ত্রোপচার শেষে তাকে সিসিইউতে নেয়া হয়েছে। এর সুবাদে তার লিভার সিরোসিসজনিত জটিলতা কিছুটা উপশম হবে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যকৃতের রক্তনালিতে অস্ত্রোপচার হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আসা তিন চিকিৎসকের নেতৃত্বে বৃহস্পতিবার এই অস্ত্রোপচার হয়। এ সময় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএনপির একটি সূত্র গণমাধ্যমকে জানায়, খালেদা জিয়াকে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় অস্ত্রোপচার শেষ হয়। আর রাত ৯টার দিকে তাকে সিসিইউতে নেয়া হয়েছে।

সূত্রটি জানায়, যুক্তরাষ্ট্র থেকে আসা তিন চিকিৎসকের নেতৃত্বে বিএনপির চেয়ারপারসনের যকৃতের রক্তনালিতে অস্ত্রোপচার সফল হয়েছে। এর ফলে লিভার সিরোসিসজনিত জটিলতা কিছুটা উপশম হবে।

যুক্তরাষ্ট্রের তিন চিকিৎসক এর আগে বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জনস হপকিন্স ইউনিভার্সিটির স্কুল অফ মেডিসিনের হামিদ রব, ক্রিস্টোস জর্জিয়াডেস ও জেমস পি এ হ্যামিল্টন বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে হাসপাতালে যান এবং বিএনপি চেয়ারপারসনের চিঠিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড সদস্যদের সঙ্গে বৈঠক করেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘ওই তিন চিকিৎসক বিএনপি চেয়ারপারসনের বিভিন্ন মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেন এবং কেবিনে তাকে দেখতে যান।

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ড. হামিদ রব ও ড. জেমস পি এ হ্যামিল্টন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। আরেক চিকিৎসক ক্রিস্টোস জর্জিয়াডেস বুধবার রাত ২টার দিকে বিমানবন্দরে পৌঁছান।

বিএনপি চেয়ারপারসনের পরিবার এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল বোর্ডের সঙ্গে আলোচনার পর নেফ্রোলজি, হেপাটোলজি, ইন্টারন্যাশনাল রেডিওলজি ও লিভার-কিডনি ট্রান্সপ্লান্টসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ তিন চিকিৎসককে যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসে। তারা ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপ্যাটিক পোর্টোসিস্টেমিক শান্ট বা লিভার সিরোসিসের রোগীদের চিকিৎসা করেন।

খালেদা জিয়া গত ৯ আগস্ট থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী।

এ বিভাগের আরো খবর