ডিবির মতিঝিল জোনের এক কর্মকর্তা নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা তিনি জানাননি।
বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে আটক করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল জোন বৃহস্পতিবার ভোরে তাকে আটক করে।
ডিবির মতিঝিল জোনের এক কর্মকর্তা নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা তিনি জানাননি।
খায়রুল কবিরের স্ত্রী বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা জানান, সিপাহীবাগের নবীনবাগ ক্যান্ট রেস্টুরেন্টের বিল্ডিংয়ের ভাইয়ের বাসা থেকে তাকে আটক করা হয়েছে।