বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে পৌঁছেছেন। তারা তিনজনই যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক।
বিশেষজ্ঞ চিকিৎসকদের দলটি বুধবার রাতে ঢাকায় পৌঁছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
ঢাকায় আসা চিকিৎসকরা হলেন- ডা. হামিদ আহমেদ আব্দুর রব, ডা. ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন।
তাদের মধ্যে প্রফেসর হামিদ রব বাংলাদেশি বংশোদ্ভূত। তিনি জন হপকিন্স কিডনি ট্রান্সপ্লান্ট প্রোগ্রামের পরিচালক এবং মেডিসিন বিশেষজ্ঞ।
এছাড়া অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের পরিচালক। তিনি রেডিওলজি অ্যান্ড রেডিওলজিক্যাল বিশেষজ্ঞ।
এছাড়া সহযোগী অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন একই বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ।
এর আগে মঙ্গলবার বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘সরকারের অনুমতি পাওয়ায় যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক বুধবার ঢাকায় এসে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।’
প্রসঙ্গত, শারীরিক নানা জটিলতায় খালেদা জিয়া ৯ আগস্ট থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।