বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছিনতাইয়ের প্রতিশোধ নিতে দু’ভাইকে পিটিয়ে হত্যা

  • প্রতিনিধি, গাজীপুর   
  • ২৪ অক্টোবর, ২০২৩ ২১:৫৮

র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া আব্দুল আউয়াল প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই ভাইকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনার দুদিন আগে ঘাড়ে চাপাতি ধরে ৫ হাজার টাকা ছিনতাইয়ের প্রতিশোধ নিতেই তারা কয়েকজন মিলে দুই ভাই শফিকুল ও শুক্কুরকে পিটিয়ে হত্যা করেছেন।

গাজীপুরে ছিনতাইয়ের প্রতিশোধ নিতেই দুই ভাইকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার তিনদিনের মাথায় মঙ্গলবার ভোরে এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার আব্দুল আউয়ালের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া থানার বাশবুনিয়ায়। তিনি গাজীপুর সদর মেট্রো থানার বাঙ্গালগাছ এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করেন। পেশায় তিনি একজন পান ব্যবসায়ী।

গাজীপুর মহানগরীর সদর মেট্রোর বাঙ্গালগাছ এলাকায় বাঁশবাজার তিন রাস্তার মোড়ে শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়। নিহত শফিকুল ইসলাম ও শুক্কুর আলী ময়মনসিংহের নান্দাইল থানার মহেষকুড়া এলাকার আবুল কাশেমের ছেলে। তারা গাজীপুর সদর থানার ভুরুলিয়া এলাকায় আবদুর রশিদের বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আউয়াল ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনার দুদিন আগে ঘাড়ে চাপাতি ধরে ৫ হাজার টাকা ছিনতাইয়ের প্রতিশোধ নিতেই দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়।

মঙ্গলবার সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব-১ এর স্পেশালাইজড পোড়াবাড়ী ক্যাম্প কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন।

তিনি জানান, ২০ অক্টোবর দুই ভাইকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত এবং কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে অজ্ঞাত আসামিরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতদের বাবা মো. আবুল কাশেম অজ্ঞাতদের আসামি করে সদর মেট্রো থানায় হত্যা মামলা করেন।

মেজর ইয়াসির আরাফাত জানান, মামলা হওয়ার পর আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপন করেন। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাব-১ এর একটি দল এ বিষয়ে ছায়া তদন্ত এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

তিনি বলেন, ‘মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানির আভিযানিক দল তথ্য-প্রযুক্তির মাধ্যমে জানতে পারে যে ঘটনায় জড়িত প্রধান পলাতক আসামি মো. আব্দুল আউয়াল গাজীপুর মহানগরীর সদর থানাধীন শিমুলতলী বাজার সমরাস্ত্র কারখানা এলাকায় আত্মগোপনে আছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।’

র‍্যাবের এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল আউয়াল স্বীকার করেছেন যে ঘটনার দিন ওই দুই ভাইসহ চারজন একটি অটোরিকশায় ঘটনাস্থলে গিয়ে বাঙ্গালগাছ বাজারের বিল্লালের দোকান ভাঙচুর করে। পরে আব্দুল আউয়ালের শ্যালক রাসেলের মুদি দোকানের ফ্রিজ ভাংচুর করে এবং দোকানের সিসি ক্যামরার যন্ত্রপাতি নিয়ে যায়। এরপর জুলহাসের গাড়ি ওয়াশিং পয়েন্টে জুলহাস ও মমিনের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে বাজারের চারদিক থেকে আব্দুল আউয়ালসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন মিলে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে ভিকটিম শফিকুল ইসলাম ও শুক্কুর আলীকে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান।

আব্দুল আউয়াল স্বীকার করেন, ১৮ অক্টোবর সন্ধ্যায় দোকানের পান সুপারি ও অন্যান্য মালামাল কেনার জন্য জয়দেবপুর বাজারে যাওয়ার পথে হাজীবাগ রোডে পৌঁছলে শফিকুল ও শুক্কুর আলীসহ পাঁচজন তার পথরোধ করে। এ সময় শফিকুল তার ঘাড়ে চাপাতি ধরে সঙ্গে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এই ক্ষোভে তিনি তার সহযোগীদের নিয়ে শফিকুল ও শুক্কুরকে হত্যা করেছেন।

এ বিভাগের আরো খবর