বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কৃষকের বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যু

  • প্রতিনিধি, কক্সবাজার   
  • ২৪ অক্টোবর, ২০২৩ ১৬:৫৬

নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের এক ইউপি সদস্য বলেন, ‘ধান বাঁচাতে কৃষক রহিম মিয়া বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। ভোরে সেই ফাঁদে পড়ে চারটি হাতির দল। সেখান থেকে এ হাতিটি মারা যায়।’

কক্সবাজারের রামুতে জমির ধান বাঁচাতে কৃষকের পাতা বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যু হয়েছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সারোয়ার আলম সোমবার দুপুর ২টার দিকে হাতি মারা যাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সোমবার ভোরে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের রহিমের ঘোনা এলাকায় হাতিটির মৃত্যু হয়েছে। তবে কী কারণে মারা গেছে সেটা এখনও স্পষ্ট নয়। মাঝারি আকারের হাতিটির বয়স আট বছর। ময়না তদন্তের প্রক্রিয়া চলছে। তারপর বিস্তারিত বলা যাবে।’

নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের এক ইউপি সদস্য বলেন, ‘ধান বাঁচাতে কৃষক রহিম মিয়া বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখে। ভোরে সেই ফাঁদে পড়ে চারটি হাতির দল। সেখান থেকে এই হাতিটি মারা যায়।’

এ বিভাগের আরো খবর