বিএনপির ডাকা ২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে স্বরাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পৃথক মন্তব্য করেছেন। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে।
রোববার এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের দূতাবাস বিবৃতি দেয়ার পর সোমবার এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২৮ অক্টোবরের সমাবেশ, চলমান দুর্গাপূজা, রোহিঙ্গা বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত বিভিন্ন প্রশ্ন ও মতামত জানতে চান। পরে মন্ত্রী মিডিয়া ব্রিফিং করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের প্রেক্ষাপটে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার বিষয় এবং আলোচনাবহির্ভূত প্রশ্নের উত্তর দেন।
এর আগে রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। এ সময় রাষ্ট্রদূত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে জানতে চান- বিএনপি ২৮ অক্টোবর যে সমাবেশ করবে তাতে সরকার রাস্তাঘাট ও ঢাকার প্রবেশপথ বন্ধ করে দেবে কি না?
জবাবে মন্ত্রী বলেন, ‘সে ধরনের কোনো পরিকল্পনা আমাদের নেই। বিএনপি রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। আশা করি শান্তিপূর্ণভাবে তারা তা পালন করবে। এতে আমাদের কিছু বলার নেই।’
স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমে এমন বক্তব্য দেয়ার পর রাতেই যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, সড়ক বন্ধের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের আলোচনা হয়নি।
এরপরই সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি দিল। বিবৃতিতে বলা হয়, ‘২২ অক্টোবর বেলা আড়াইটায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
‘অত্যন্ত সৌহাদ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে আসন্ন নির্বাচন, ২৮ অক্টোবরের সমাবেশ, চলমান দুর্গাপূজা, মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় রাষ্ট্রদূত উল্লিখিত বিষয়সমূহ নিয়ে বিভিন্ন ধএনর প্রশ্ন জিজ্ঞাসা ও মতামত জানতে চেয়েছেন।
‘সৌজন্য সাক্ষাতের পর স্বরাষ্ট্রমন্ত্রী মিডিয়া ব্রিফিং করেন। ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের প্রেক্ষাপটে পূর্বাপর আলোচনার মর্মার্থ এবং তথ্যের ভিত্তিতে মন্ত্রী আলোচনাবহির্ভূত বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।’
আগামী ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ কর্মসূচির দিন সড়ক বন্ধের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে রাষ্ট্রদূত পিটার হাসের কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস। রোববার রাতে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা দাবি করা হয়।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ‘আজ (রোববার) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠকে ২৮ অক্টোবর ঢাকায় সড়ক বন্ধের বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। রাষ্ট্রদূত পিটার হাস রাজনৈতিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভ এবং হস্তক্ষেপমুক্ত অংশগ্রহণের গুরুত্ব ব্যক্ত করেন।’