জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ঢাকা থেকে ক্যাম্পাসগামী নিজস্ব একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বাসের ভেতরে থাকা শিক্ষার্থীরা আহত হয়েছেন।
সাভারের ফুলবাড়িয়া এলাকায় সোমবার বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি বেলা সোয়া ২টার দিকে ঢাকার বঙ্গবাজার থেকে ক্যাম্পাসে ফিরছিলে।
বাসে অবস্থানরত বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইয়াসির আরাফাত সুমন বলেন, ‘বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। আমাদের বাসটি হেমায়েতপুর পার হয়ে ফুলবাড়িয়ায় পৌঁছালে সামনে থাকা একটা ট্রাক হঠাৎ কোনো সিগনাল ছাড়াই ইউটার্ন নেয়।
‘আমাদের বাসের ড্রাইভারও তৎক্ষণাৎ ব্রেক ধরলে ট্রাকটির পেছনে বাস সজোরে ধাক্কা দেয়। এ সময় বাসের সামনের গ্লাস ফেটে যায়। এতে আমরা কম বেশি বাসের সবাই আহত হই। আমরা বাসে ১২ জনের মতো ছিলাম। আমাদের ভেতর ২ জন গুরুতর আহত হয়। এক আপুর নাক দিয়ে রক্ত বের হয়, আরেকজন পায়ে প্রচণ্ড ব্যথা পায়।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের অতিরিক্ত শিক্ষক মো. ইনামুল হক বলেন, ‘আমাদের ড্রাইভার ফোন করে বিষয়টি জানিয়েছে। বৃষ্টির কারণে এমনটি ঘটেছে। বাসের সামনের গ্লাস ফেটে গেছে। তবে গুরুতর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’