বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নওগাঁর প্রকৃতিতে শীতের আগমনী বার্তা

  • প্রতিনিধি, নওগাঁ    
  • ২৩ অক্টোবর, ২০২৩ ১১:৩১

নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষক কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, ‘এক সপ্তাহ আগে থেকেই জেলায় দিনে রোদ-গরম থাকলেও সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমে যায়। হালকা শীত অনুভূত হয়। ভোরে কুয়াশা থাকে। মনে হচ্ছে এ বছর শীত একটু আগেই চলে এসেছে।’

ঋতু বদলের এ দেশে একেক ঋতুতে বাংলার প্রকৃতি ধারণ করে একেক রূপ। আর হেমন্ত এলেই প্রকৃতির মতো জীবনে যেন এক অন্যরকম শীতলতা ও অনুভূতি তৈরি হয়।

পৌষ ও মাঘ এ দুই মাস শীতকাল ধরা হলেও আশ্বিন-কার্তিকের দিকেই শীতের আগাম বার্তা জানান দিচ্ছে উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয়। সারা দিন গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকেই শুরু হচ্ছে হালকা হিমেল হওয়া।

এখন আর ঝকঝকে প্রখর রোদের সকাল নয়, দিন শুরু হচ্ছে কমলা রঙের শীতল সূর্যের মোহনীয় আলোয়, চারদিক ঘিরে কুয়াশার চাদরে।

মাঝ রাত থেকে ভোর পর্যন্ত ঝরছে শিশির। আর এসব শিশির জমছে ফসলের ক্ষেতে আর ঘাসের ডগায়। পাল্টে যাচ্ছে বরেন্দ্র এলাকার রুক্ষ প্রকৃতি।

ষড়ঋতুর এ দেশে প্রতিটি ঋতুই উৎসবের, তবে শীত একটু বেশি।

এদিকে শীতের আগমনে সবজি ক্ষেতে বেড়েছে কৃষকের ব্যস্ততা। কৃষকরা ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, লাউ, টমেটো, লালশাকসহ বিভিন্ন ধরনের আগাম শীতকালীন সবজি চাষ করছেন।

শহরের মাস্টারপাড়া মহল্লার বাসিন্দা একরামুল বারী বলেন, ‘ভোরে শিশির ঝড়ছে। সকালের হালকা শীত জানান দিচ্ছে শীত আসছে। কিছু দিনের মধ্যেই হয়তো শীতের সৌন্দর্য পূর্ণতা পাবে।’

পার-নওগাঁ এলাকার বাসিন্দা শামিম হোসেন বলেন, ‘এক সপ্তাহ আগে থেকেই ভোরে কুয়াশা দেখা যাচ্ছে। তবে সূর্য উঠার পর কুয়াশা ধীরে ধীরে কমে যায়। আবার দিনে কিছুটা গরম থাকে। শেষ রাতের দিকে একটু ঠান্ডা লাগে, হালকা চাদর গায়ে দিতে হয়।’

সোমবার সকালে কথা হয় নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষক কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হকের সঙ্গে।

তিনি বলেন, ‘এক সপ্তাহ আগে থেকেই জেলায় দিনে রোদ-গরম থাকলেও সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমে যায়। হালকা শীত অনুভূত হয়। ভোরে কুয়াশা থাকে। মনে হচ্ছে এ বছর শীত একটু আগেই চলে এসেছে।’

এ বছর শীতের তীব্রতা বাড়তে পারে বলেও জানান এ কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর