বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফের আটক কোরআন নিয়ে পূজামণ্ডপে প্রবেশ করা সেই ‘পাগল’

  •    
  • ২২ অক্টোবর, ২০২৩ ১৩:৪৫

করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ‘তাকে পাগল মনে করে কাউকে কিছু না জানিয়ে আমাদের একজন উপপরিদর্শক ছেড়ে দিয়েছিলেন৷ পরে জানাজানি পর রাতেই তাকে পুনরায় আটক করা হয়েছে। সেখানেও তিনি পাগলামো করছিলেন। এখন তার পাগলামিটা কী আসলেই পাগলামি নাকি অভিনয় সেটা পরীক্ষা করার জন্য আমরা আদালতে সোপর্দ করতেছি। আদালতই সেটা যাচাই করবে।’

চট্টগ্রামের হাটহাজারীতে পূজা মণ্ডপে ‘কোরআন’ নিয়ে ‘ব্রাহ্মণ সাজ’-এ ঘুরাঘুরির সময় আটকের পর ছেড়ে দেয়া ব্যক্তিকে ফের আটক করেছে পুলিশ।

শনিবার মধ্যরাতে ফটিকছড়ির নাজিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির নাম শাহ আলম। নরসিংদীর পলাশ এলাকার বাসিন্দা তিনি।

তাকে পুনরায় আটকের বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

তিনি বলেন, ‘তাকে পাগল মনে করে কাউকে কিছু না জানিয়ে আমাদের একজন উপপরিদর্শক ছেড়ে দিয়েছিলেন৷ পরে জানাজানি পর রাতেই তাকে পুনরায় আটক করা হয়েছে। সেখানেও তিনি পাগলামো করছিলেন।

‘এখন তার পাগলামিটা কী আসলেই পাগলামি নাকি অভিনয় সেটা পরীক্ষা করার জন্য আমরা আদালতে সোপর্দ করতেছি। আদালতই সেটা যাচাই করবে।’

এর আগে শনিবার সন্ধ্যার পর ধুতি পরে ‘ব্রাহ্মণ সাজ’- এ এক ব্যক্তিকে হাটহাজারীর মির্জাপুরে সোমপাড়া এলাকার শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের পূজামণ্ডপে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এতে রাত আটটার দিকে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে তিনটি পবিত্র কোরআন শরীফ ও কিছু ধর্মীয় বই পায় পূজা উৎযাপন পরিষদ।

পরবর্তীতে তাকে পুলিশের হাতে তুলে দিলেও ‘পাগল’ বলে ছেড়ে দেন হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) জসীম।

বিষয়টি জানাজানির পর নড়েচড়ে বসে প্রশাসন। তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ ও উপজেলা প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তারা। অভিযুক্ত ব্যক্তিকে ফের আটকের জন্য তৎপর হন তারা। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরের নাজিরহাট এলাকা থেকে তাকে ফের আটক করা হয়৷

অভিযুক্ত শাহ আলমকে পুনরায় আটকের পর সোমপাড়া পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ কান্তি নাথ বলেন, ‘কুমিল্লাতে যে ঘটনাটি ঘটেছিল, সেটাতেও শেষ পর্যন্ত অভিযুক্তকে পাগল বলে চালিয়ে দিয়েছিল। তারপরও আমাদের ভাগ্য ভালো, মায়ের কৃপা ছিল, কোনো অঘটন ঘটেনি। তাহলে কুমিল্লার মতো হতো আর কি! এখন যেহেতু গ্রেপ্তার করছে, এখন তদন্ত করে ওনারা ব্যবস্থা নিবেন বলে আশা করছি আমরা।’

শনিবার রাতে এই ধরণের ঘটনা থেকে বড় বড় ঘটনার সৃষ্টি বলে জানান চট্টগ্রাম জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। তিনি বলেন, ‘এ ধরনের ঘটনাগুলো আমাদের শঙ্কায় ফেলে, এগুলো থেকেই বড় বড় ঘটনাগুলো ঘটে।’

তিনি আরও বলেন, ‘পুলিশের ঊধ্র্বতন কর্মকর্তারা আমাদের জানিয়েছিলেন সন্দেহজনক কিছু ঘটলে যেন আমরা জানাই, তারা সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাবেন। এখন যদি ওই লোককে ছেড়ে দেয়া হয়, তাহলে তো আর কথা থাকলো না। তবে এ ঘটনার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।’

এর আগে ২০২১ সালের দূর্গা পূজায় কুমিল্লায় পূজা মন্ডপে পবিত্র কোরআন শরিফ রাখা নিয়ে সারা দেশে সাম্প্রদায়িক সংঘাতের ঘটনা ঘটে। পরবর্তীতে মণ্ডপে কোরআন রাখার ঘটনায় ইকবাল নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। চলতি বছরের মার্চে তার ১৬ মাসের কারাদণ্ড দেয় আদালত।

কুমিল্লার ওই মণ্ডপে ‘কোরআন পাওয়া গেছে’ দাবি করে ওই বছরের ১৫ অক্টোবর পূজা চলাকালীন চট্টগ্রামে জুমার নামায শেষে মিছিল বের করে মুসল্লীরা। মিছিল থেকে নগরীর জেএমসেন হলসহ বিভিন্ন পূজা মণ্ডপে হামলার ঘটনা ঘটে। হামলার পর নির্ধারিত দিনে প্রতিমা বিসর্জন না দিয়ে প্রতিবাদ জানায় পূজা উৎযাপন পরিষদ। পরবর্তীতে চট্টগ্রামের রাজনৈতিক নেতা ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের মধ্যস্থতায় সন্ধ্যা সাতটায় প্রতিমা বিসর্জন শুরু করেন সনাতন ধর্মাবলম্বীরা।

এ বিভাগের আরো খবর