বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শাহবাগে বাইক ছিনতাইয়ের চেষ্টা, ঢাবির দুই শিক্ষার্থী আহত

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২২ অক্টোবর, ২০২৩ ০৯:৫৮

ডিউটি অফিসারের বরাত দিয়ে শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ জানান, বিষয়টি শিক্ষার্থীরা হল প্রভোস্টকে জানিয়েছেন। শাহবাগ থানা পুলিশের সহায়তায় বাইকটি উদ্ধার করা হয়েছে।

রাজধানীর শাহবাগে ছিনতাইকারীর হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুইজন শিক্ষার্থী আহত হয়েছেন।

শাহবাগ থানার রমনা কালী মন্দিরের পেছনে শনিবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন ঢাবির কারুশিল্প বিভগের ছাত্র সৌরভ সরকার ও ভাস্কর্য বিভাগের ছাত্র সুমিত সেন। তাদের গ্রামের বাড়ি দিনাজপুরের কাহারোল থানার ভরণগাঁও গ্রামে। দুজনই জগন্নাথ হলের ২০৭ নম্বর রুমে থাকেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

ডিউটি অফিসারের বরাত দিয়ে শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, ‘ছিনতাইকারীর হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র গুরুতর আহত হয়েছে। গতকাল (শনিবার) রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

‘রমনা কালী মন্দিরের পেছন দিক দিয়ে যাওয়ার সময় কয়েকজন ছিনতাইকারী তাদের মোটরসাইকেল ছিনিয়ে নিতে চায়। ওই সময় তারা বাধা দিলে ছিনতাইকারীরা রড দিয়ে সুমিত সেনের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে ও সৌরভ সরকারের পেটে ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।’

তিনি জানান, বিষয়টি শিক্ষার্থীরা হল প্রভোস্টকে জানিয়েছেন। শাহবাগ থানা পুলিশের সহায়তায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

সৌরভের বন্ধু সাগ্নিক সূত্রধর বলেন, ‘সৌরভ আমাকে ফোন করলে আমি সঙ্গে সঙ্গে তাদের রক্তাক্ত অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই।’

এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর