বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নারায়ণগঞ্জে মন্দির থেকে ফেরার পথে হামলার শিকার বিএনপি নেতা

  • প্রতিনিধি, নারায়ণগঞ্জ    
  • ২২ অক্টোবর, ২০২৩ ০৯:৩৫

বন্দর-সোনারগাঁ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

নারায়ণগঞ্জের বন্দরে একটি মন্দিরে দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণের পর বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছেন ওই মন্দিরের সাধারণ সম্পাদক ও স্থানীয় বিএনপির এক নেতা।

বন্দরের র‌্যালি আবাসিক এলাকায় স্থানীয় একটি মন্দিরের পাশে শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ৬০ বছর বয়সী শিবু চন্দ্র দাস নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ২২ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি। একই সঙ্গে তিনি ওই মন্দিরের দুর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক।

হামলার বিষয়টি নিশ্চিত করে বন্দর-সোনারগাঁ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

হামলার শিকার শিবু চন্দ্র দাস বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে বন্দরের র‍্যালি এলাকার মন্দিরে মহানগর বিএনপির পক্ষ থেকে গরিব মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। আমার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান। সন্ধ্যায় এ অনুষ্ঠান শেষ হওয়ার পর বিএনপি নেতারা চলে গেলে স্থানীয়ভাবে পরিচিত আওয়ামী লীগের এক কর্মী এসে আমাকে শাসিয়ে যান।’

তিনি আরও বলেন, “ওই সময় সে বলে, ‘মন্দিরে বিএনপি নেতাদের এনে তুমি কাজটা ঠিক করোনি।’ এর কিছুক্ষণ পর মন্দির থেকে বাড়ি ফেরার পথে আমার ওপর সাত থেকে আটজনের একটি দল ধারালো ছুরি আর লাঠি হাতে হামলা করে। ছুরির আঘাতে আমার বাঁ হাতের আঙুল ও পা কেটে গেছে। মন্দিরে পুলিশও ছিল। পরে তারা খবর পেয়ে আহত অবস্থায় আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।”

শিবুর অভিযোগ, হামলাকারীরা বন্দর থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ খানের লোকজন। তার নির্দেশে এ হামলা করা হয়েছে।

এদিকে ঘটনার পরপরই হামলাকারীদের শনাক্ত করে শাস্তির দাবি জানান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান।

তিনি বলেন, ‘বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে আমরা চলে আসার পর খান মাসুদের নির্দেশে শিবুর ওপর হামলা হয়। আমরা এই হামলার ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানাই।’

হামলার বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগের সাবেক নেতা মাসুদ খান বলেন, ‘শিবু দাসের ওপর হামলার বিষয়টি শুনেছি, তবে হামলার ঘটনায় আমি কিংবা আমার পরিচিত কেউ জড়িত নয়।’

এ বিভাগের আরো খবর