বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুর্গাপূজার নিরাপত্তায় শঙ্কার কারণ নেই: আইজিপি

  • প্রতিনিধি, নারায়ণগঞ্জ   
  • ২১ অক্টোবর, ২০২৩ ২৩:০৩

আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে পুলিশপ্রধান বলেন, ‘যার যার রাজনৈতিক কর্মসূচি পালন করবে, কিন্তু জনগণের জানমালের নিরাপত্তা এবং সরকারের সম্পদ রক্ষা করার জন্য বাংলাদেশ পুলিশবাহিনী প্রস্তুত আছে। এ জন্য যে ব্যবস্থা নেয়া দরকার, তার জন্যও আমরা প্রস্তুত আছি।’

দুর্গাপূজায় সব ধরনের পরিস্থিতি মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরির্দশক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনে শনিবার রাত সাড়ে ৮টার দিকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা পরিদর্শন করে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পুলিশপ্রধান বলেন, ‘শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে সকল পরিস্থিতি বিবেচনায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এখনও পর্যন্ত শঙ্কার কোনো কারণ নেই।’

আইজিপি বলেন, ‘শারদীয় দুর্গাপূজা দেশের সব জায়গায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। সামনের দিনগুলোতেও চমৎকার ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হবে।’

আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে পুলিশপ্রধান বলেন, ‘যার যার রাজনৈতিক কর্মসূচি পালন করবে, কিন্তু জনগণের জানমালের নিরাপত্তা এবং সরকারের সম্পদ রক্ষা করার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনী প্রস্তুত আছে। এ জন্য যে ব্যবস্থা নেয়া দরকার, তার জন্যও আমরা প্রস্তুত আছি।’

আইজিপি বলেন, ‘নারায়ণগঞ্জ একটি সম্প্রীতির শহর। সবাই যাতে মিলেমিশে এই দুর্গাপূজা উদযাপন করতে পারে, সে জন্য আমরা আছি। আপনাদের আশ্বস্ত করতে চাই যে, আপনারা নিরাপদে দুর্গাপূজা পালন করুন।’

ওই সময় ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, র‌্যাব-১১-এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা, রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজসহ পূজা উদযাপন পরিষদের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর