বিএনপি অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্ম যার যার হলেও উৎসব ও রাষ্ট্র সবার।
দুর্গাপূজা উপলক্ষে শনিবার বিএনপির পক্ষ থেকে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এসে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, তার দল অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে।
তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে সাম্প্রদায়িক সংঘাতের ঘটনায় ক্ষমতাসীন দল জড়িত থাকে।
ধর্মকে নিয়ে যেন বাড়াবাড়ি না হয়, সে আহ্বান জানিয়ে ফখরুল বলেন, গণতন্ত্র থাকলে সবার অধিকার রক্ষা হয়। রাজনৈতিক সংকট শুধু নির্দিষ্ট দলের নয়; এটা পুরো জাতির সংকট।
সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘ধর্মটা যার যার, উৎসব সবার, রাষ্ট্র সবার। ব্যক্তিগতভাবে আপনাদের (সনাতন ধর্মাবলম্বী) সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। আমি সেই সংস্কৃতিতে বড় হয়েছি।’
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
বাংলাদেশের মুক্তি গণতন্ত্র মুক্তি পেলে সম্ভব মন্তব্য করে ফখরুল বলেন, বাংলাদেশে যেন শাস্তি আসে, সব মানুষ যেন অধিকার ফিরে পায়, সে জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে।