মৌলভীবাজারে চা বাগানের দুর্গাপূজার মণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিনার শ্রী নিরোজ কুমার জায়সওয়াল।
কমলগঞ্জ উপজেলার ভানুগাছ সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা বাড়িতে শনিবার সন্ধ্যায় তিনি প্রথমে পূজা পরিদর্শন করেন। পরে পাত্র খোলা চা বাগানের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করতে যান।
পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও চা বাগানের নেতারা ভারতীয় সহকারী হাইকমিনারকে উত্তরীয় ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান,ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসিদ আলী,সাবেক চেয়ারম্যান পুষ্প কুমার কানু, পূজা উদযাপন পরিষদের সভাপতি সম্পাদকসহ অন্য নেতা ও অতিথিরা।