প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্যে অপরিহার্য বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শনিবার দুপুরে সিংড়া কোর্ট মাঠসহ শেরকোল ও লালোর ইউনিয়নে আলাদা তিনটি স্থানে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রায় ২০ হাজার সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্যে অপরিহার্য। কারণ তিনি উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি দেশকে নিরাপদ করেছেন।
‘মানবিক দৃষ্টিভঙ্গি থেকে প্রতিবন্ধীদের জন্যে সুরক্ষা আইন প্রণয়ন ছাড়াও তাদের জন্যে ভাতার ব্যবস্থা করেছেন এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতার প্রচলন করেছেন।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতার অনন্য এক উদাহরণ। ১৯৯৬ সালে প্রবর্তিত এসব ভাতা লাখ লাখ মানুষের জীবনকে স্বাচ্ছন্দময় করেছে। ওই সময়ে তিনি তৃণমূলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি হেলথ ক্লিনিক চালু করেন। কিন্তু দুঃখের বিষয়, বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। আগামীতে তারা ক্ষমতায় আসতে পারলে সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতা প্রদান কার্যক্রমও বন্ধ করে দেবে।’
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘১৯৮১ সালে জীবনের ঝুঁকি নিয়ে জননেত্রী শেখ হাসিনা দেশে আসেন। ৮১ থেকে ৯৬ পর্যন্ত তিনি সারা দেশ ঘুরে বেড়িয়েছেন, মানুষের দুঃখ-কষ্ট উপলব্ধি করেছেন। ১৯৯৬ সালে অভিজ্ঞতার আলোকে তিনি মানুষের কল্যাণে কাজ শুরু করেন। এই ধারা এখনও অব্যাহত। নিজের সুখ-স্বাচ্ছন্দ বিসর্জন দিয়ে মানুষের কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন।
‘দেশকে নিরাপদ রাখতে এবং দেশের মানুষের কল্যাণের জন্যে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাই উন্নয়ন ও সুশাসনের ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে আবারও নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।’