খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক শিকদার বলেন, ‘বেলা ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্তের পর বলা যাবে।’
খুলনার রুপসা উপজেলার আলাইপুর বাজারের এশিয়া পাটকলে লাগা আগুন সোয়া দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে পূর্ব-উত্তর কোণা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক শিকদার বলেন, ‘বেলা ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্তের পর বলা যাবে।’