ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বোমা হামলায় নিহতদের স্মরণে আজ (শনিবার) বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
সেই সঙ্গে পতাকা অর্ধনমিত রেখে ফিলিস্তিনের প্রতি শোক জানাচ্ছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে আজ পতাকা অর্ধনমিত করার নির্দেশ দেন। খবর ইউএনবির
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে উদ্ধৃত করে শুক্রবার পিটার হাস বলেন, ‘সংঘাতে নিহত হওয়া প্রতিটি দেশের ও ধর্মের বেসামরিক নাগরিকদের প্রতি আমরা শোক জানাই।’
এর আগে সম্প্রতি ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে শনিবার বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সারা দেশের সব মসজিদে শুক্রবার জুমার ও অন্য ওয়াক্তের নামাজের পরে নিহত ফিলিস্তিনিদের জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘ইসরায়েলের নৃশংস হামলার শিকার শুধু মুসলিমরাই নয়, খ্রিস্টান ও ইহুদিরাও এর শিকার।’
রাজধানীর তেজগাঁও এলাকার সড়ক ভবনে বৃহস্পতিবার একযোগে ৩৯টি জেলায় ১৫০টি সেতু এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের নবনির্মিত ১৪টি ওভারপাস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।